এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বস্তি না ছাই ! আদালতে মুখ থুবড়ে পড়লেন যুবরাজ! এবার ঠ্যালা পাবেন ভাইপো !

স্বস্তি না ছাই ! আদালতে মুখ থুবড়ে পড়লেন যুবরাজ! এবার ঠ্যালা পাবেন ভাইপো !

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি নিয়োগ দুর্নীতি কান্ডে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি রক্ষাকবচ নিয়ে জেরা পর্বে উপস্থিত হয়েছিলেন। যার পর প্রশ্ন উঠেছিল যে, যার মুখ থেকে এত বীরত্বের কথা শোনা যায়, তিনি কেন রক্ষাকবচ নিয়ে ইডির মুখোমুখি হলেন? পরবর্তীতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাংলার যুবরাজ। যেখানে ইডির দায়ের করা ইসিআরের আবেদন খারিজের ব্যাপারে আবেদন জানান তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর এই খবরকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত মিডিয়াদের একাংশ বলতে শুরু করেছেন, আদালতে নাকি স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! অনেকে কটাক্ষ করে বলছেন, স্বস্তি না ছাই। মূল বিষয়কে ঢাকার জন্যই এখন এই ধরনের প্রচার নিজেদের পেটোয়া মিডিয়াদের দিয়ে করাতে শুরু করেছেন শাসকবর্গের নেতারা।

প্রসঙ্গত, এদিন কলকাতা হাইকোর্টে অভিষেক ব্যানার্জির আবেদনের ভিত্তিতে শুনানি হয়। যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে, ইডির দায়ের করা ইসিআরের ভিত্তিতে এখনই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। অর্থাৎ তাকে গ্রেফতারের মতো পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু যে মূল বিষয় নিয়ে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয়, ইসিআরের ভিত্তিতে তদন্ত কোনোমতেই বন্ধ করা যাবে না। যেমন তদন্ত প্রক্রিয়া চলছে, তেমনই চলবে।

একাংশ বলছেন, কয়লা, বালি, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ের তৃণমূলের ওপরতলার এক নেতা জড়িয়ে পড়ছেন। তাই তাকে ঢাকার জন্য বারবার তিনি নিজে মুখে বীরত্বের কথা বললেও, আদালতের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ নিয়ে আসতেন। এক্ষেত্রেও তিনি হয়তো তা করেছেন। যা দেখে তৃণমূলের ছোট, বড়, মাঝারি সব নেতারা লাফালাফি করতে শুরু করেছে। নিজেদের দাদাকে আরও শ্রেষ্ঠ হিসেবে বানাতে শুরু করেছেন। কিন্তু আদালত সেই দাদার আবেদনকে খারিজ করে দিয়ে কার্যত বুঝিয়ে দিল, তদন্ত প্রক্রিয়ায় কোনোরূপ হস্তক্ষেপ করা যাবে না। তাই রক্ষাকবজ নিয়ে লাফালাফি করলেও যুবরাজের আদালতে এ ধাক্কা খাওয়া যে তৃণমূলকে যথেষ্ট চাপে রাখছে, তাতে একমত বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, দুর্নীতি করে কেউ রেহাই পায়নি। বাংলাতেও যে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে আসছে, তা মারাত্মক। কবে আসল রাঘববোয়াল ধরা পড়বে, তার অপেক্ষায় সকলে। তবে এর মাঝেই আদালতের রক্ষা কবচের নির্দেশে তৃনমূল প্রচন্ড আনন্দিত। কিন্তু তাদের সর্বোচ্চ নেতা যে বিষয়ে আবেদন করেছিলেন, শেষ পর্যন্ত তা খারিজ করে দিল আদালত। আর এটা নিয়ে তৃনমূল এবং তাদের অনুপ্রানিত মিডিয়ারা প্রচার করে নিজেদের জয় দেখাতে শুরু করেছে। তবে এই জয় যে জয় নয়, বিপদ যে আরও সামনে, বিচারপতির তদন্ত প্রক্রিয়া চলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার মধ্যে দিয়েই তা স্পষ্ট। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!