এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তাঁদের কাছে মুড়ি ঘুগনি খেয়ে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে! অসহায় স্বীকারোক্তি অনুব্রতর সভায়, উঠলো হাসির রোল

তাঁদের কাছে মুড়ি ঘুগনি খেয়ে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে! অসহায় স্বীকারোক্তি অনুব্রতর সভায়, উঠলো হাসির রোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেকে বলেন, ভোটের আগের দিনের রাত মারাত্মক। সেই রাতে বিভিন্ন রাজনৈতিক দল মানুষের মন পেতে নানা খাদ্যদ্রব্য মানুষের বাড়িতে পৌঁছে দিতে শুরু করেন। যার ফলে পরের দিন যাতে তাদের দিকে ভোট পড়ে, তার জন্যই বিভিন্ন রাজনৈতিক দল এই চেষ্টা করে। মূলত যখন যারা শাসন ক্ষমতায় থাকে, তখন তাদের দিকে এই অভিযোগ তোলে বিরোধীরা। তবে বর্তমান রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নানা সময়ে এই অভিযোগ উঠলেও, তা অস্বীকার করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে।

কিন্তু এবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সামনেই ভোটের আগে মানুষকে মুড়ি ঘুগনি খাওয়ানো হলেও, তারা বিজেপিকে ভোট দিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূলের এক বুথ সভাপতি‌। যা শুনে রীতিমত হাসির রোল পড়ে গেল সেই সভা জুড়ে। অনেকে বলছেন, এ আসলে হাটে হাড়ি ভেঙে দেওয়ার মত। যেভাবে অনুব্রতবাবুর সামনে ভোটের আগে মানুষকে খাওয়ানোর কথা বললেন এক তৃণমূলের বুথ সভাপতি, তাতে তৃণমূল কংগ্রেস যে অনেকটাই চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বীরভূমের মুরারয় ওয়ান ব্লকের চাতরা, ডুমুরগ্রাম এবং পলশা অঞ্চলকে নিয়ে বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই প্রতিটি বুথ ধরে ধরে কেন বিগত লোকসভা নির্বাচনে দল পিছিয়ে থাকল, তা জানতে চান অনুব্রত মণ্ডল। আর বীরভূম জেলার সভাপতির এই উত্তর দিতে গিয়েই রীতিমত বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় পলসা অঞ্চলের 83 নম্বর বুথের সভাপতি অলক কুমার মন্ডলকে‌। তিনি বলেন, “লোকসভা ভোটের সময় 80 কেজি মুড়ি 40 কেজি ঘুগনি খাওয়ানো হয়েছিল। তার পরেও মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তাই আমরা 550 ভোটে হেরেছি।” আর এতদিন বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দখল করার যে অভিযোগ তুলত, তৃণমূলের বুথ সভাপতি প্রকাশ্যে মানুষের ভোট নেওয়ার জন্য যে ফর্মুলার কথা বললেন, তাতে ঘাসফুল শিবির যে ব্যাপক চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, তার জন্য বিতর্ক থামাতে হাস্য রসাত্মক মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “ভোটের ভালো ফল করতে হলে কি তাহলে এক কুইন্টাল মুড়ি লাগবে?” একাংশ বলছেন, কিছুদিন আগেই এক বুথ ভিত্তিক কর্মীসভায় গিয়ে এক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বলেছিলেন, প্রয়োজনে বুথ দখল করে ভোট করব। যার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আর এবার লোকসভা ভোটের আগে মুড়ি ঘুগনি খাইয়েও মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলেছে বক্তব্য পেশ করলেন তৃণমূলের আর এক নেতা, তাতে ঘাসফুল শিবির জেনে-বুঝে পদ্ম শিবিরের হাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে নতুন অস্ত্র তুলে দিল বলেই দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টিঋ এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপির সভাপতির শ্যামাপদ মন্ডল বলেন, “লোকসভা ভোটে শুধু মুড়ি ঘুগনি খাওয়ানো হয়নি। ভোটের আগের রাতে বিভিন্ন বুথে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। এই অভিযোগ আমরা বারবার করে করে এসেছিলাম। আজ সত্যটা প্রকাশ পেল, ওদের দলের নেতার কথায়। ভয় দেখিয়ে বা টাকা দিয়ে বিধানসভা ভোট হবে না। মানুষ এখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছেন।”

একইভাবে তৃণমূলের বুথ সভাপতির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বীরভূম জেলায সিপিএমের নেতা দু’করি রাজবংশী। তিনি বলেন, “বুথ সভাপতি তো সত্যি কথাই বলেছেন। তৃণমূল এভাবেই ভোট করে। বর্তমানে তৃণমূলের দুর্নীতি এবং কাটমানির জন্য মানুষ বিরক্ত। ভোটাররা যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে তৃণমূল ও সম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধেই তারা ভোট দেবেন।” সব মিলিয়ে বুথ ভিত্তিক কর্মীসভায় অনুব্রত মণ্ডলের সামনে এক তৃণমূল নেতার মন্তব্য শাসকদলের অস্বস্তিকে অনেকটাই বাড়িয়ে দিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!