এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্দিনে ভোটের অঙ্ক সরিয়ে মানুষের পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ পিকের টিমের

দুর্দিনে ভোটের অঙ্ক সরিয়ে মানুষের পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ পিকের টিমের

রাজনীতিতে তিনি রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে পরিচিত। ভোটগুরুও বলা যায় তাঁকে। তার সূক্ষ্ম পরিকল্পনাতে নানা জায়গায় নানা সময় নানা দল জয়লাভ করেছে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা এবং দিল্লির শাসক দল আম আদমি পার্টির পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। প্রতি মুহূর্তে কিভাবে বিরোধীদের কুপোকাত করতে হবে, তার মন্ত্র এই দুই দলের সুপ্রিমোর কাছে পৌঁছে দেন তিনি।

তিনি আর কেউ নন, তার নাম প্রশান্ত কিশোর। তবে রাজনীতির বাইরেও তার যে একটি আলাদা জগত রয়েছে, তা লকডাউনের এই মুহূর্তে দেশের গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক। সূত্রের খবর, মহামারীর সময় সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই টিমের পক্ষ থেকে “সবকি রসোই” চালু করা হচ্ছে। যেখানে রবিবার থেকে দেশের 20 থেকে 25 টা শহরে এই সংস্থার উদ্যোগে রান্না করা খাবার সাধারণ মানুষের মধ্যে বিতরন করে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিদিন এই কর্মকান্ডের সঙ্গে প্রশান্ত কিশোরের টিমের হাজার জন স্বেচ্ছাসেবকরা জড়িত থাকবেন বলে খবর। কিন্তু যেখানে সরকারপক্ষ বারবার বলছে জমায়েত করবেন না, সেখানে এই বৃহৎ কর্মযজ্ঞে তো জমায়েত হবেই। তা কি করে সামাল দেওয়া হবে? জানা গেছে, নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব মেনেই এই টিম তাদের সমস্ত কাজ করবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই একটি নাম্বারও চালু করা হয়েছে।

যেখানে প্রশান্ত কিশোরের টিমের এই উদ্যোগে যে কেউ তাদের পাশে দাঁড়াতে পারে। নম্বরটি হল, 6900869008। সব মিলিয়ে দেশের এই সংকট মুহূর্তে রাজনীতিকে সরিয়ে এবার ব্যক্তি প্রশান্ত কিশোর নিজের টিমকে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন। যাকে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!