এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার ‘তৃণমূলের অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ’ দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

এবার ‘তৃণমূলের অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ’ দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান তছনছ করে দিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি আর এর মধ্যেই রাজনৈতিক চাপান উত্তর শুরু রাজ্যে। বিরোধীদের অভিযোগ সেই অভিযোগের পাল্টা দিয়ে রাজ্যের শাসকদলের পাল্টা মন্তব্যে জমজমাট রাজনীতি। আর সেই বাকযুদ্ধের মধ্যেই এবার ‘তৃণমূলের অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ’ দাবি করলেন দিলীপ ঘোষ।

ঘূর্ণিঝড় আমফান ধ্বংসলীলার পরে এখনো সব স্বাভাবিক হয়নি। পরিস্থিতি মোকাবিলা এবং পুনর্গঠনে সেনার পাশাপাশি বন্দর, দমকল, বনদপ্তরের কর্মীদের সাহায্য চেয়েছে রাজ্য সরকার। সেইমতো কাজে এলেগেছে সেনা, চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করলেন রাজ্যের রাজ্যের রেশন, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা প্রভৃতি দপ্তরেই যোগ্য মন্ত্রী নেই। তিনি বলেন, সমস্ত অযোগ্য মন্ত্রী বসে রয়েছেন এইসব দফতরে। অবিলম্বে এদের সবাইকে পদত্যাগ করতে হবে। তা না হলে রাজ্যে ধূলিসাৎ হয়ে যাবে সব কিছু। কিছুই রক্ষা করা যাবে না।

বর্তমান বনমন্ত্রী প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি।দিলীপ ঘোষের কথায়, রাজীব বন্দ্যোপাধ্যায় সুন্দরবনে গিয়ে ছবি তুলেছেন। আয়লার পর নদী বাঁধ তৈরির টাকা আত্মসাৎ করেছেন তিনি। সেই কারণেই আজ আম্ফানের ঝটকায় প্লাবন হয়ে গিয়েছে। এত বড় ক্ষতির জন্য তৃণমূলের অযোগ্য মন্ত্রীরাই দায়ী। তাঁদের ব্যর্থতার জন্যই আজ রাজ্যে সংকট তৈরি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!