” তৃণমূলে একাই থাকবেন দিদি। ” মেদিনীপুরের সভা মঞ্চ থেকে বিস্ফোরক বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জাতীয় তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য December 19, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় চললো বিজেপির মহা যোগদান পর্ব। শুভেন্দু অধিকারী সহ ১০ জন বিধায়ক, ১ জন সাংসদ ও ১ জন প্রাক্তন সাংসদ যোগ দিলেন বিজেপিতে। অসংখ্য নেতা, মন্ত্রী, বিধায়ক, সংগঠনের নেতাদের নিয়ে চাঁদেরহাট বসালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগ ও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ( দিদি) ভেবেছিলেন এতে ভয় পাবে বিজেপি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যত হিংসা করবে তৃণমূল, ততই তার মোকাবিলা করবে বিজেপি। তিনি অভিযোগ করেছেন সারা রাজ্য জুড়ে বারবার বিজেপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। আজকের এই সভায় তিনি জানালেন যে, লক্ষ মানুষের ভিড় হয়েছে সভাতে। সভার দর্শকদের দেখে তিনি দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমগ্র রাজ্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজোট হয়েছে সমস্ত বাংলা।প্রসঙ্গত গত মাসে বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতাদের ২০০ টি বিধানসভা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। আজ এ প্রসঙ্গে অমিত শাহ জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে ২০০ টিরও বেশি আসন পাবে বিজেপি। যেভাবে তৃণমূল ছেড়ে দলে দলে নেতারা বিজেপিতে চলে আসছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়( দিদি) একা হয়ে পড়বেন তার দলে। তিনি অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গে হিংসার রাজত্ব চলছে। চলছে তোলাবাজির সরকার। কেন্দ্র যা দিচ্ছে, তার সবকিছুই চলে যাচ্ছে তৃণমূলের গুন্ডাদের হাতে। তিনি জানিয়েছেন, সোনার বাংলা গড়বে বিজেপি। বাংলার পরিবর্তন করতে হবেই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন যে, রাজ্য সরকার আমফানের টাকা চুরি করেছে। কেন্দ্রের পাঠানো রেশন চুরি করেছে। রাজ্যে কারোর কোনো নিরাপত্তা নেই। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু রাজ্যের কোন উন্নয়ন করা হয়নি। মুখ্যমন্ত্রী রাজ্যকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমফানের টাকা চলে গেছে তৃণমূলের পকেটে। তিনি অভিযোগ করেছেন, করোনা সংক্রমণ কালে কেন্দ্রের দেওয়া জিনিস গরিবদের দেয়া হয়নি। এ কারণেই হাইকোর্ট সিএজি তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর কটাক্ষ, ” দিদি আপনার লজ্জা হওয়া উচিত।” এদিকে স্বরাষ্ট্র মন্ত্রীর সভার পর এক সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে যিনি জানালেন যে, বিজেপির মুখে শুধুই আছে মিথ্যের ফুলঝুরি। শুভেন্দু অধিকারীর প্রতি তিনি জানালেন যে, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে তাড়ানো হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দলে যোগ দেননি, নিজেই দল তৈরী করেছেন তিনি। তাঁর কথায়, ১০ বছরে যারা শুধুমাত্র ভোগ করেছে, ‘মোদি হঠাও’ বলেছে, তাদেরকেই বিজেপিতে যোগদান করানোর জন্য এখন মিথ্যে কথা বলতে হচ্ছে। আপনার মতামত জানান -