এখন পড়ছেন
হোম > জাতীয় > UGC-এর তালিকা হাতে আসতেই চক্ষু চড়কগাছ! খোদ কলকাতার বুকেই দু-দুটো ভুয়ো বিশ্ববিদ্যালয়!

UGC-এর তালিকা হাতে আসতেই চক্ষু চড়কগাছ! খোদ কলকাতার বুকেই দু-দুটো ভুয়ো বিশ্ববিদ্যালয়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে পড়ুয়াদের উদ্দেশ্যে। এবং ইউজিসির অন্দরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তারাই একমাত্র স্বীকৃত বলে মনে করা হয়। কিন্তু ইউজিসির স্বীকৃত না হওয়া সত্ত্বেও রমরমিয়ে দেশজুড়ে যে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে, তা নজরে আসতেই চক্ষু চড়কগাছ শিক্ষা মহলের। শিক্ষায় বেসরকারীকরণ হওয়ার ফলে দেশে বিশ্বমানের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে।

পাশাপাশি ব্যাঙের ছাতার মতন মুনাফার লোভে গজিয়ে উঠেছে বেশ কিছু ভুয়ো বিশ্ববিদ্যালয়। দেশজুড়ে চব্বিশটি এমন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করল এদিন ইউজিসি। যার মধ্যে পশ্চিমবঙ্গের দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। জানা গিয়েছে কলকাতার বুকে এমন দুটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা ইউজিসি স্বীকৃত নয়। অর্থাৎ এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করার পর যে সার্টিফিকেট দেওয়া হবে, তা কোন ক্ষেত্রেই কোন কাজে লাগবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পড়ুয়ারা সম্পূর্ণ অন্ধকারে থেকে মিথ্যে আশ্বাসে এবং জাঁকজমকের ফাঁদে বিশাল অর্থ ব্যয় করে ভর্তি হয়। কলকাতার এই দুই ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন’ এবং ‘ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ’। ইউজিসির সচিব রজনীশ জৈন জানিয়েছেন, যে 24 টি প্রতিষ্ঠান ইউজিসি আইন লংঘন করেছে সেগুলি ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এদের ডিগ্রি দেওয়ার কোনো ক্ষমতাই নেই। পড়ুয়াদের পরামর্শ দেওয়া হচ্ছে কোন ইউনিভার্সিটি বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগে অবশ্যই দেখে নেওয়া উচিত সেটি ইউজিসি অনুমোদিত কিনা।

জানা গিয়েছে, 24 টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের দুটি রয়েছে পশ্চিমবঙ্গে বাকি আটটি বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশে, দিল্লিতে সাতটি, উড়িষ্যায় দুটি, কর্ণাটক কেরালা, মহারাষ্ট্র এবং পুদুচেরিতে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। এই ঘটনা সামনে আসতেই পশ্চিমবঙ্গের বেশকিছু পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলি যাবার উপক্রম হয়েছে। কারণ অনেকেই এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ে বহু টাকা খরচা করে ভর্তি হয়েছিল। আপাতত তাঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কিন্তু ইউজিসি এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। দেশে ভুয়ো প্রতিষ্ঠানগুলি থাকলে সেগুলি স্বাভাবিকভাবেই পড়ুয়াদের সুযোগ নেবে। তাই অবিলম্বে এগুলি বন্ধ হওয়া উচিত বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!