এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের ভোট-সমীকরণে বড়সড় বদল আনার ভাবনায় তৃণমূল, বিজেপির চাপ বাড়িয়ে নিচ্ছে নতুন পদক্ষেপ

উত্তরবঙ্গের ভোট-সমীকরণে বড়সড় বদল আনার ভাবনায় তৃণমূল, বিজেপির চাপ বাড়িয়ে নিচ্ছে নতুন পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে তৃণমূলের দক্ষিণবঙ্গের মতুয়া ভোট ব্যাংকের মতো উত্তরবঙ্গের রাজবংশী ভোটব্যাংকেও নেমেছিল বিরাট ধস। কিন্তু, উত্তরবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে গেলে রাজবংশী ভোটব্যাঙ্কের দখল অত্যন্ত জরুরী। একারণেই, আলিপুরদুয়ার জেলা তৃণমূলের পক্ষ থেকে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের তৃণমূল মুখী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো। এই উদ্দেশ্যে আগামী ২রা ফেব্রুয়ারী রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে বিশেষ বৈঠক করতে চলেছে তৃণমূল। যেখানে আলিপুরদুয়ার জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন রাজবংশী সম্প্রদায়ের বিশিষ্ট জনেদের দেয়া হবে বিশেষ সংবর্ধনা।

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা তৃণমূলের জেলা কোর কমিটির এক বৈঠকে পঞ্চায়েত ও রাজবংশীদের নিয়ে সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী জানালেন যে, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের জন্য মুখ্যমন্ত্রী বহু উন্নয়নমূলক প্রকল্পের কাজ করেছেন। তবে এই সম্মেলন নির্বাচনের সঙ্গে যুক্ত কোন ব্যাপার নয়। সরকারি প্রকল্পের প্রচার করতে পঞ্চায়েত সদস্যদের আরো বেশি নামাতে কালচিনিতে দলের পঞ্চায়েত সদস্যদের নিয়ে সম্মেলন করা হবে।

প্রসঙ্গত, কালচিনিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের নিয়ে সম্মেলন বসতে চলেছে আগামী ২৮ সে জানুয়ারি। এরপর আগামী ২ রা ফেব্রুয়ারি রাজবংশীদের নিয়ে হবে তৃণমূলের বিশেষ সম্মেলন। আলিপুরদুয়ার ১ ব্লকের পূর্ব কাঁঠালাবাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। দুটি সম্মেলনের জন্যই ব্যাপক প্রস্তুতি নিয়েছে তৃণমূল। তবে, তৃণমূলের এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানালেন যে, সকলেই জানেন বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দিয়ে তৃণমূল গায়ের জোরে সমস্ত পঞ্চায়েত দখল করেছিল। আগামী বিধানসভা নির্বাচনে আবার তা করতেই তৃণমূল তাদের পঞ্চায়েত সদস্যদের নিয়ে গোপন সম্মেলন করতে চাইছে। কিন্তু, তাতে কোন কাজ হবে না। বিজেপি এবার সংগঠিত। রাজবংশী ভোটও থাকবে বিজেপির সঙ্গে।

আগামী বিধানসভা নির্বাচনে দলীয় পঞ্চায়েত সদস্যদের ঐক্যবদ্ধ করে ময়দানে নামাতে উদ্যোগ নিয়েছে শাসকদল তৃণমূল। এর সঙ্গে সঙ্গে ভোট মুখী জনসংযোগ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩ রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ার জেলার সমস্ত বুথের অন্তত ১০০ টি তৃণমূল অফিসে পতাকা তোলা হবে। আবার, আগামী ৪ থেকে ১০ ই ফেব্রুয়ারি জেলার সমস্ত বুথের অন্তত ১০০ টি তৃণমূল অফিসে ভোটের প্রচার ও পোস্টার লাগানোর কাজ শুরু হবে।

তবে, দলের গোষ্ঠীকোন্দলও দলকে ভাবাচ্ছে বারবার। বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের একাংশের বিরুদ্ধে দলের নিচুতলার কর্মীরা স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ করেছেন। অভিযোগ উঠেছে, দলের সাংগঠনিক কাজে গুরুত্ব না দিয়ে, কেবল সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতেই ব্যস্ত রয়েছেন দলের এই নেতারা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!