এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র উত্তরবঙ্গ, প্রাণ গেল বিজেপি কর্মীর, শোকের ছায়া গেরুয়া শিবিরে

উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র উত্তরবঙ্গ, প্রাণ গেল বিজেপি কর্মীর, শোকের ছায়া গেরুয়া শিবিরে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল হাওড়া, কলকাতা। আর এবার বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা দেখা গেল শিলিগুড়িতে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, বেকারত্ব, চা শ্রমিকদের দুরবস্থা সহ বিভিন্ন অভিযোগ নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। আর সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আজ দেখল উত্তরবঙ্গশ শিলিগুড়ির মানুষ। অন্যদিকে গেরুয়া শিবির অভিযোগ তুলেছে, এ দিনের অভিযানে পুলিশের আঘাতে মৃত্যু হয়েছে তাঁদের দলের এক কর্মীর। বিজেপির উত্তরকন্যা অভিযান আটকাতে শিলিগুড়ি পুলিশ এদিন শুরু থেকেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিল।

তিনবাতি মোড়ে 144 ধারা জারি করা হয়েছিল, জায়গায় জায়গায় নাকা চেকিং চলছিল। কিন্তু তার মধ্যেও সমস্ত বিজেপি নেতারা জড়ো হন এবং অভিযান চালান। আর জানা যাচ্ছে, এই অভিযানে যোগ দিয়েই মৃত্যু হয়েছে উলেন রায় নামক এক বিজেপি কর্মীর। তাঁর বাড়ি শিলিগুড়ির গাজলডোবা এলাকায় বলে জানা গিয়েছে। তবে এ প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিজেপির অভিযোগ, পুলিশের অত্যাচারের নির্মম বলি হলেন তাঁদের দলের করমী উলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, আগে থেকেই ঘোষণা করা হয়েছিল উত্তরকন্যা অভিযান হবে।

কিন্তু তা সত্ত্বেও তাঁদের ওপর নির্মম ভাবে লাঠি চালায় পুলিশ। দিলীপ ঘোষ থেকে কৈলাস বিজয়বর্গীয় প্রত্যেকেই দাবি করেছেন, পুলিশের অত্যাচারের ফলেই মৃত্যু হয়েছে তাঁদের দলীয় কর্মী উলেন রায়ের। এছাড়াও বিজেপির বহু কর্মী আহত হয়েছেন বলে জানান কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, বিজেপি কর্মীরা যেভাবে অশান্তির সৃষ্টি করেছিলেন শিলিগুড়ি অঞ্চলে, পুলিশ কিন্তু যথেষ্ট সংযম দেখিয়ে পরিস্থিতি আয়ত্তে এনেছে। তিনবাতি মোড়ে এদিন 144 ধারা জারি হওয়া সত্ত্বেও বিজেপি কর্মী সমর্থকরা যখন সেখানে পৌঁছান, তখন পুলিশের পক্ষ থেকে দফায় দফায় ঘোষণা করা হয় 144 ধারা ঘোষণার কথা, জমায়েত যে অবৈধ সে ঘোষণাও করে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাতেও বিজেপি কর্মীদের আটকানো যায়নি। তাঁরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের পক্ষ থেকে একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং জলকামান ব্যবহার করা হয়। তার সঙ্গে লাঠি প্রয়োগ তো ছিলই। অন্যদিকেবিজেপি কর্মীরা পুলিশের ওপর পাল্টা ইট-পাথর বৃষ্টি শুরু করেন বলে দাবী পুলিশের। তাতে পুলিশকর্মীরা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দফায় দফায় সংঘর্ষ চলার পর কাঁদানে গ্যাস এবং জলকামানের ধাক্কায় বিজেপি কর্মীরা কিছুটা পিছিয়ে যান। কিন্তু তা মাত্র সামান্য সময়ের জন্য। কিছুক্ষণ পর আবারও তাঁরা এগিয়ে যান এবং ব্যারিকেডের বাঁশ-কাঠ জোর করে আগুন ধরিয়ে দেন। দেড় ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে।

ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। তবে দিলীপ ঘোষ এদিন অভিযোগ করেছেন, তিনি ট্রেন থেকে নেমে যখন হোটেলে যাচ্ছিলেন তখন তাঁর রাস্তা আটকানো হয়। অন্যদিকে মিছিলে যাওয়ার সময়ে একইভাবে বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকেও আটকানো হয় বলে জানা গিয়েছে। পরে অবশ্য তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিক্ষোভ সামাল দিতে কোনরকম লাঠি বা অস্ত্র ব্যবহার হয়নি। শুধুমাত্র জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার হয়েছে। তাই বিজেপি কর্মীর মৃত্যু যে পুলিশের হাতে হয়নি সে ব্যাপারে নিশ্চিত পুলিশ।

অন্যদিকে বিজেপি অভিযোগ করছে, পুলিশ প্রশাসন হিংসাত্মক ভাবে তাঁদের দলীয় কর্মীকে আঘাত করেছে। পাশাপাশি বিজেপির অভিযোগ- পুলিশের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা মিশে ছিল। বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর কারণ খোঁজার জন্য ইতিমধ্যেই তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে। আর তারপরেই সত্যি প্রকাশ হবে বলে দাবি পুলিশের। তবে বিজেপির রাজনৈতিক কর্মীর মৃত্যু যে আগামী দিনে রাজ্য রাজনীতিতে অন্যতম ইস্যু হয়ে দাঁড়াবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!