এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট প্রচারে গিয়ে মিউজিক্যাল চেয়ার খেললেন হেভিওয়েট তৃণমূল প্রার্থী, মানুষের মন জয়ের চেষ্টা!

ভোট প্রচারে গিয়ে মিউজিক্যাল চেয়ার খেললেন হেভিওয়েট তৃণমূল প্রার্থী, মানুষের মন জয়ের চেষ্টা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটে জিততে মানুষের মন জয় করার জন্য কত কিই না করেন প্রার্থীরা। এবারের 2021 এর বাংলার বিধানসভা নির্বাচন যে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসবে, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে প্রচার নিয়ে একে অপরকে টেক্কা দিতে ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

তবে অনেকে আবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে “বহিরাগত” বলে কটাক্ষ করতে শুরু করেছেন। স্বাভাবিক ভাবেই তৃণমূলের চাপ বাড়ছে। তবে এই পরিস্থিতিতে বাঁকুড়ার মানুষকে আপন করে নিতে কোনো রকম কার্পণ্য করছেন না সায়ন্তিকাদেবী। আর সেই কারণেই এবার জনসাধারণের সঙ্গে মিশে ভোটের প্রচারের মাঝে মিউজিক্যাল চেয়ার খেলায় মাততে দেখা গেল তাকে।

জানা যায়, বৃহস্পতিবার প্রচারের মাঝে বাঁকুড়া কলেজ রোডের একটি আবাসনে বেশ কিছুক্ষণ সময় কাটান তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যেখানে গানের সঙ্গে সঙ্গে বাসিন্দাদের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলতে দেখা যায় তাকে। তবে সায়ন্তিকাদেবীকে খেলার থেকে বেশি বিচারক হিসেবেই এদিন বেশি চোখে পড়েছে। হঠাৎ করে অন্যরূপে ধরা দেওয়া কেন? তাহলে কি মানুষের মন পাওয়ার চেষ্টা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, “সব খেলাই খেলতে হবে আমাদের। প্রবল গরমে নির্বাচনের চাপে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তো। তাই এমন উদ্যোগ।” বলা বাহুল্য, এবারের নির্বাচনে “খেলা হবে” স্লোগান নিয়ে তৃণমূল বেশ ময়দান মাতিয়ে তুলেছে। লড়াই যে অনেক আসনেই যথেষ্ট চাপের, তা বুঝতে পেরেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। আর সেই কারণেই প্রচার পর্বে অভিনবত্ব আনতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে।

আরে বাঁকুড়ার আসন নিশ্চিত করতে মানুষের সঙ্গে মিশে গিয়ে “ঘরের মেয়ে” হিসেবে ধরা দেওয়ার চেষ্টা করলেন বিশিষ্ট অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মিউজিক্যাল চেয়ার খেলায় অংশ নিয়ে মা-বোনেদের কাছের বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করলেন তিনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!