এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে অশান্ত রাজনৈতিক পরিবেশ,২০১৯ সালে নতুন সরকার আসবে-দাবী আর্চবিশপের।

দেশে অশান্ত রাজনৈতিক পরিবেশ,২০১৯ সালে নতুন সরকার আসবে-দাবী আর্চবিশপের।


“দেশে অশান্ত রাজনৈতিক বাতাবরণ রয়েছে যা সংবিধানে উল্লিখিত গণতান্ত্রিক নীতি-আদর্শ এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর সামনে বিপদ হয়ে উঠছে।” এমনটাই এদিন চিঠিতে লিখেছেন দিল্লির  আর্চবিশপ অনিল কুটো। রাজধানীর সব প্যারিশ যাজকদের উদ্দেশ্যে আর্জি জানিয়ে আরো লেখেন, ‘‌আমাদের দেশ এবং দেশের রাজনৈতিক নেতাদের জন্য প্রার্থনা করা সবসময়ই আমাদের কাছে পবিত্র রীতি। আর লোকসভা নির্বাচন পর্ব এগিয়ে আসার সময় তা আরও বেশি করে প্রয়োজন। ২০১৯ সালে নতুন একটি সরকার আসবে দেশে। সেদিকে তাকিয়ে আসুন দেশের জন্য প্রার্থনা শুরু করি।’‌

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে আর্চ বিশপের এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই তীব্র অস্বস্তিতে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতর। এছাড়া বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারেও রক্তচাপও বাড়িয়ে দিয়েছে আর্চবিশপের চিঠির বক্তব্য। তাই খুব তৎপরতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ড্যামেজ কন্ট্রোলে নামানো হয়েছে বলেও জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এদিন বিএসএফ এর এক অনুষ্ঠানের ফাঁকে এ প্রসঙ্গে আওয়াজ তুলে বলেন যে ভারতবর্ষ এমনি একটা দেশ যেখানে  জাতপাত,সম্প্রদায় বা ধর্মীয় কারণে কোনোদিন কোনো বিভাজন হবে না। এবং এর কোনো অনুমোদনও কোনোকালে দেওয়া হবে না। আর কেন্দ্র সরকারও দেশের ঐক্য কখনো সংকটে ফেলবেন না। দেশের ঐক্য,সংহতি সার্বভৌমত্বের সঙ্গে কোনো মূল্যেই আপস চলবে না। এটাই নাগরিকদের সর্বোচ্চ অধিকার। আর সমাজে সম্প্রতির বন্ধন অটুট রাখা দেশের নাগরিকদেরই কর্তব্য। এভাবে আর্চবিশপের দাবী শালীনতার সাথে খন্ডন করে নিজের মতামত রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!