এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > স্কুল বন্ধ থাকলেও শিক্ষা সামগ্রী থেকে বঞ্চিত হবে না শিক্ষার্থীরা, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

স্কুল বন্ধ থাকলেও শিক্ষা সামগ্রী থেকে বঞ্চিত হবে না শিক্ষার্থীরা, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা সংক্রমনের কারণে প্রায় দু’বছর ধরে ব্যাহত স্কুলের পঠন পাঠন। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ ছিল। এরপর একাধিক বিধি-নিষেধ জারি করে স্কুল খোলা হলেও, করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপে আবার বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে বিশেষ প্রচেষ্টা গ্রহণ করলো রাজ্য সরকার। জানা গেছে, স্কুল বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্কুলের ইউনিফর্ম, ব্যাগ, জুতো ইত্যাদি দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে দিন বিদ্যালয়ে মিড ডে মিল দেয়া হবে, সেদিনই অভিভাবকদের হাতে তুলে দেয়া হবে স্কুলের পোশাক, ব্যাগ, জুতো ইত্যাদি। আবার, এবার পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণির মোট ১৪ লক্ষ পড়ুয়াকে নীল রঙের স্কুলব্যাগ দেয়া হবে বলেও জানা যাচ্ছে।

শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, সমস্ত জিনিস ভালো করে পরীক্ষা করেই অভিভাবকদের হাতে তুলে দেয়া হবে। স্কুল বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনায় নিরুৎসাহী না হয়ে পড়ে সেজন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!