এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রতারিত হওয়া থেকে বাঁচতে এয়ারটেল গ্রাহকরা শুনে নিন কলকাতা পুলিশের সাবধান বাণী!

প্রতারিত হওয়া থেকে বাঁচতে এয়ারটেল গ্রাহকরা শুনে নিন কলকাতা পুলিশের সাবধান বাণী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনা পরিস্থিতির আগে মানুষ অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে যতটা না ঝুঁকেছিলেন, করোনা পরিস্থিতিতে খানিকটা বাধ্য হয়েই মানুষকে অনলাইন প্যান্টের দিকে মনোযোগ দিতে হয়েছে বলেই মনে করেন অনেকে। বস্তুত সেই সঙ্গে বিভিন্ন অ্যাওয়ার্ডের আশা দেখিয়েও বিভিন্ন সংস্থাগুলি মানুষকে তাদের অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহী করে থাকেন বলে জানা যায়। আর সেই পরিস্থিতিতে অনলাইন পেমেন্ট এর সুযোগ নিয়ে মানুষকে প্রতারকরা নানাভাবে ঠকিয়েও থাকেন। সেখানে ব্যাংক থেকে ফোন করা হয়েছে বলে বা অনলাইন শপিং এর ক্ষেত্রে রিওয়ার্ড এর নাম করে অপরাধ হয়ে থাকে অনেক।

বস্তুত, মানুষের অনলাইন এই ব্যবহারকে সুযোগ করে অপরাধীরা নিজেদের প্রতারণার জাল বিস্তার করে চলেছে এভাবেই। সেখানে সম্প্রতি জানা গেছে, এয়ারটেল কেওআইসি–র নাম করে আর্থিক প্রতারণার নতুন ফাঁদ পেতেছে একদল অপরাধী। আর সেই প্রতারণার হাত থেকে বাঁচতেই এয়ারটেল গ্রাহককে কোম্পানি ও কলকাতা পুলিশের তরফে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। সেখানে রবিবার টুইট করে এ ব্যাপারে জনসাধারণকে সাবধান করেছে কলকাতা পুলিশ।

তথ্য সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তির কাছে কেওয়াইসি (‌নো ইওর কাস্টোমার)‌ আপডেট করানোর জন্য ফোন করা হচ্ছে। এরপর ওই ব্যক্তির ফোনে একটি ওয়েবসাইট লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিংকের মাধ্যমে একটি সফ্‌টওয়্যার বা অ্যাপ ফোনে আপলোড হচ্ছে। সেই অ্যাপ খুললে গ্রাহককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তথ্য সেখানে দেওয়ার কথা জানানো হচ্ছে। এরপর ওই অ্যাপের মাধ্যমেই ১০ টাকা পাঠাতে বলা হচ্ছে। আর এখানেই হচ্ছে মুশকিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেই কোনো ব্যক্তি ১০ টাকা পাঠাচ্ছেন, সেখানে কিছুক্ষন পর দেখা যাচ্ছে কারও ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা, বা কারও অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলে নেওয়া হচ্ছে। অনেকে আবার এর থেকেও বেশি টাকার প্রতারিত হয়েছেন বলেও পুলিশের কাছে অভিযোগ গেছে। আর এই ঘটনা থেকে বাঁচতেই পুলিশের তরফে সাবধানবাণী শোনানো হয়েছে। সঙ্গে টেলিকম সংস্থার তরফেও সামনে এসেছে নতুন সতর্কবার্তা।

অন্যদিকে, এয়ারটেল গ্রাহকরাও তাঁদের ফোনে পেয়েছেন ফ্রড অ্যালার্ট। সেখানে জানানো হয়েছে, এয়ারটেল আপনাকে কখনই আপনার eKYC বিশদ/আধার নম্বর শেয়ার করতে বলবে না। এছাড়া কোনও অ্যাপ্ ডাউনলোড করতে বা আপনার এয়ারটেল নম্বর ভেরিফিকেশনের জন্য কোনও মোবাইল নম্বরে কল করতেও বলবে না। তাই অনুগ্রহ করে এই জাতীয় কল/SMS সম্পর্কে সচেতন থাকুন কারণ এটির জন্য আপনি আর্থিক ভাবে প্রতারিত হতে পারেন, সৌজন্যে টিম এয়ারটেল।

সেইসঙ্গে গতকাল কলকাতার অপরাধ বিভাগের জয়েন্ট পুলিশ কমিশনারের তরফে টুইট করে জানানো হয়েছে যে, কেওয়াইসি–র নামে এয়ারটেল গ্রাহকদের এক নতুন প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। পুলিশের কাছে এই সংক্রান্ত একাধিক অভিযোগ এসেছে। তাই এয়ারটেল গ্রাহকদের সাবধান থাকা প্রয়োজন। সেইসঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে এই ধরণের প্রতারণার চেষ্টা করা হলে যে নম্বর থেকে ফোন এসেছে সেই নম্বরটি সম্পর্কে অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড হেল্পলাইন ৮৫৮৫০৬৩১০৪ নম্বরে ফোন করে রিপোর্ট করা যেতে পারে বলেও জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!