এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাড়িতে বসেই যে কোন প্যান্ডেল-বনেদি বাড়ির পুজোর ভোগ খেতে পাবেন মাত্র ২১ টাকায়? কিভাবে জানুন

বাড়িতে বসেই যে কোন প্যান্ডেল-বনেদি বাড়ির পুজোর ভোগ খেতে পাবেন মাত্র ২১ টাকায়? কিভাবে জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি কিন্তু এখনো ঠিক হয়নি। এদিকে কাল বাদ পরশু মহালয়া। আর তার এক মাস পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতি বছরের পুজোর যে জনসমাবেশ প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যায়, তা যে এবার হবে না সে কথা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে পুজোর ভোগ খেতে কে না চায়! বাড়ি থেকে না বেরিয়েও এবছর বাড়িতে বসেই যদি ভোগ খাওয়া যায়, তার থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। আর সেই সুযোগই এনে দিচ্ছেন কলকাতার এক বাঙালি ইঞ্জিনিয়ার তাঁর আবিষ্কৃত অ্যাপের মাধ্যমে।

ঘরে বসে অনলাইনে অর্ডার করে এবার থেকে ভোগ পাওয়া যাবে। শুধু প্রয়োজন একটা স্মার্টফোন আর ইন্টারনেট। তাহলেই হাতের নাগালে সব। সম্প্রতি দেব দত্ত নামে এক বাঙালি ইঞ্জিনিয়ার এবং তার সহকারীরা মিলে তৈরি করেছেন একটি বিশেষ মোবাইল অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে বিভিন্ন বারোয়ারি কিংবা বনেদি বাড়ির পুজোর ভোগ বাড়িতে বসেই এবার অর্ডার করা যাবে। এবং তার জন্য পকেটে চাপ পড়বে খুব সামান্যই। জানা গেছে নতুন একটি অ্যাপ আবিষ্কার করেছেন এই বাঙালি ইঞ্জিনিয়ার। যার নাম yotto.in (ইয়োটো)।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে হবে। কিছুদিনের মধ্যে এটি অ্যাপেল সিস্টেমের মধ্যেও চলে আসবে বলে জানা গিয়েছে। এই অ্যাপ দিয়ে অর্ডার করলে পূজার ভোগ সোজা বাড়ির দরজায়। জানা গিয়েছে, এই অ্যাপটি খোলার পর সেখানে ‘ভোগ’ নামের একটি সেকশন থাকবে। লগ ইন করে সেই সেকশনে প্রবেশ করলে নিজের বাড়ির ঠিকানা অনুযায়ী 3-4 কিলোমিটারের মধ্যে যেসব বারোয়ারি এবং বনেদি বাড়ির পুজো হচ্ছে সেখানে তাদের নামগুলি দেখা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং ভোগ পেতে চাইলে তালিকা অনুযায়ী অর্ডার করা যাবে। খরচ হবে ডেলিভারি বয়ের জন্য শুধুমাত্র 21 টাকা। তবে এই বুকিং এর সময়সীমা শুধুমাত্র পঞ্চমী পর্যন্ত বলে জানা গেছে। তার পরে কিন্তু আর বুকিং নেওয়া যাবেনা। এই অ্যাপ এর আবিষ্কর্তা দেব দত্ত ইতিমধ্যেই জানিয়েছেন, কলকাতার প্রায় কুড়ি পঁচিশটি পুজো কমিটি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। তার মধ্যে উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন, টালা বারোয়ারি যেমন রয়েছে, তেমনি দক্ষিণ কলকাতার বেহালা এসবি পার্ক, চক্রবেরিয়া সার্বজনীন পূজা কমিটিও রয়েছে। তবে বনেদি বাড়ির মধ্যে শোভাবাজার রাজবাড়ির ভোগ শুধুমাত্র শহরবাসীরা অর্থাৎ কলকাতাবাসীরাই পুজোর মধ্যে খেতে পারবেন বলে জানা গেছে।

শুধু পূজার ভোগ নয়, তা ছাড়াও অন্যান্য যেকোন খাবার অর্ডার করা যাবে এই অ্যাপের মাধ্যমে। প্রসঙ্গত এই অ্যাপে থাকছে কলকাতা স্ট্রীট ফুডের মজা। কারণ এই অ্যাপের মাধ্যমে ফুচকা, ঝালমুড়ি, চুরমুর, লিট্টি থেকে শুরু করে বিরিয়ানি, মাটন চাপ, চাওমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস সব পাওয়া যাবে। সুতরাং বলা যায়, পূজোর পাঁচ দিন বাড়িতে বসেই সাধারণের হাতে চলে আসবে বিশিষ্ট বারোয়ারি বা বনেদি বাড়ির ভোগ নামমাত্র খরচে। করোনা পরিস্থিতির জেরে কোথাও না বেরিয়েও হাতের সামনে এরকম সুযোগ পাওয়া যে অনবদ্য তা এককথায় মেনে নেওয়া যায়। আর সে কারণেই প্রশংসিত হচ্ছে ইয়োটো অ্যাপের আবিষ্কর্তা দেব দত্ত সহ অন্যরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!