এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি সাংসদের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে তুলকালাম সমবায় ব্যাংকে

বিজেপি সাংসদের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে তুলকালাম সমবায় ব্যাংকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপির দাপুটে সাংসদ অর্জুন সিংয়ের নামে বেশ কিছুদিন আগে শাসকদল তৃণমূল কংগ্রেস আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছিল। অভিযোগ উঠেছিল, ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান থাকাকালে ওই ব্যাঙ্ক থেকে তিনি ঋণদানের নাম গায়েব করেছেন এক বিশাল অংকের টাকা। যা নিয়ে বেশ চাপান উতর চলছে সমগ্র ভাটপাড়া অঞ্চলেই।

বিজেপি সাংসদ অর্জুন সিং এর ব্যাপারে শাসক দলের অভিযোগ, ভুয়ো ঋণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক এর সঙ্গে প্রতারণা করেছেন বিজেপির এই সাংসদ। প্রসঙ্গত, ওই ব্যাংকের চেয়ারম্যান ও ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন বিজেপির এই সাংসদ গত ২০১৮ সালের ২৩ সে ও ২৮ সে মার্চ এই ব্যাংকে একটি বিশেষ বৈঠকের অন্যজন করেছিলেন। বোর্ড অফ ডিরেক্টর্সদের এই বৈঠকে ১৬ কোটি টাকা মঞ্জুরীর ব্যবস্থা করা হয়েছিল। সেইসঙ্গে ২৫ জন ঠিকাদারকে ভাটপাড়া পৌরসভার বেশ কিছু কাজের বরাত দেওয়া হয়েছিল। এরপর বলা হয় এই ব্যাংকের মাধ্যমে পৌরসভার এই কাজের সমস্ত আর্থিক মঞ্জুরি দেয়া হবে। পরবর্তীকালে ব্যাংকের সমস্ত ঋণ সুদসহ ফেরত দেবে পুরসভা।

এরপর ২ বছর কেটে যায়। কয়েকমাস আগে ভাটপাড়া পুরসভা শাসকদল তৃণমূলের হাতে আসে। আর এরপরেই শাসকদল জানতে পারে যে, কাজের জন্য ২ বছর আগে ঋণ নেওয়া হয়েছিল কয়েক কোটি টাকা, সে কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। কিন্তু কোটি গায়েব হয়ে গেছে। এমনকি ব্যাংকটির পরিচালন পর্ষদে পুরসভার দাখিল করা ওয়ার্ক অর্ডার পর্যন্ত ভুয়ো ছিল। আর এরপরেই শাসকদলের ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও পৌরসভার পৌরপতির বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগে দ্বারস্থ হলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর পুলিশের তদন্তে আশ্চর্যরকম বিষয় উঠে আসে। তদন্ত করে পুলিশ জানতে পারে ওই সমবায় ব্যাংক থেকে নেওয়া সমস্ত টাকা চক্রান্ত করে অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত বা পাপ্পু সিং এর একাউন্টে পাঠানো হয়েছে। অভিযোগ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার অর্জুন সিংয়ের ভাইপোকে তলব করেও পাননি। তবে পুলিশ জানতে পারে ভাইপো পাপ্পু সাংসদের বাড়িতেই থাকে।

তাই শেষ পর্যন্ত পুলিশ আদালত থেকে জারি করা সার্চ ওয়ারেন্ট নিয়ে অর্জুন সিং এর বাড়িতে গোয়েন্দা তল্লাশি চালায়। আর এরপর ওই সমবায় ব্যাংকের পরিচালন পর্ষদের ২২ জন সদস্যে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন। চিঠি দিয়ে অজুন সিংকে ওই বৈঠকে উপস্থিত হবার জানালেও অর্জুন সিং কিন্তু অনুপস্থিত ছিলেন। এরপর পুনরায় বৈঠকের আয়োজন করা হয় গতকাল। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। গতকাল দুপরে শুরু হয় এই বিশেষ বৈঠিকটি।

এই বৈঠকে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাংকের পরিচালনা পর্ষদের জনৈক সদস্য মকসুদ আলম জানিয়েছেন যে, তাদের জানতে না দিয়েই সুকৌশলে এই আর্থিক জালিয়াতির কাজটি সম্পন্ন করা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ব্যাংক এর এই আর্থিক দুর্নীতির বিষয়ে সমস্ত কিছু জেনেও নিশ্চুপ ছিলেন সাংসদ। তাঁর অভিযোগ, সব জেনেও ব্যাপারটি গোপন করেছেন সাংসদ। তবে এ প্রসঙ্গে অর্জুন সিং জানিয়েছেন, যেহেতু বিষয়টি নিয়ে এখন পুলিশ তদন্ত করছে সেজন্য এই বিষয় সর্ম্পকে তিনি কোনো মন্তব্য করতে চান না। এই বৈঠকের সমস্ত কথোপকথন রেকর্ড করা হয়েছে। জানানো হয়েছে পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে ফের বৈঠকের আয়োজন হবে ।

গতকালের এই বৈঠক থেকে বেরিয়ে অর্জুন সিং জানিয়েছেন, ” আমাকে হেনস্থা করার জন্য তৃণমূল এ সব করছে। কিন্তু এতে আমাকে দমানো যাবে না। ব্যাঙ্কে যা হয়েছে, সব নিয়ম মেনেই হয়েছে। তবে এ প্রসঙ্গে তৃণমূল নেতা সোমনাথ শ্যাম জানিয়েছেন, ” উনি যে কতবড় জালিয়াত তা প্রমাণ হয়ে গিয়েছে। ব্যাঙ্ক থেকে ওর সরে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র।” এভাবে গতকাল এই বৈঠকেদেখা দিলো কথা কাটাকাটি ও বচসা ব্যাংকের ২২ জন সদস্য ও অর্জুন সিংয়ের মধ্যে। শেষ পর্যন্ত অর্জুন সিং শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন, ” তৃণমূল এই ব্যাংক তুলে দিতে চাইছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!