এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, ফাঁস হওয়া অডিও ক্লিপ বিষয়ে বিজেপিকে একহাত নিতে গিয়ে নিজেই বিপাকে তৃণমূল

Breaking News, ফাঁস হওয়া অডিও ক্লিপ বিষয়ে বিজেপিকে একহাত নিতে গিয়ে নিজেই বিপাকে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নির্বাচনের পঞ্চম দফার ঠিক আগের রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। এই অডিও ক্লিপে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যে, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে তিনি জানাচ্ছেন, মাথা ঠান্ডা করে ভোটটা করে দিতে, তারপর তাঁরা এর বিচার করবেন। মৃতদেহগুলি এখন রেখে দিতে। কাল এই মৃতদেহগুলি নিয়ে ব়্যালি করা হবে।

মৃতদের পরিবারকে বলে দিতে যে, কেউ যেন দেহগুলি না নেয়। মুখ্যমন্ত্রীকে আরও বলতে শোনা যায় যে, ভালো করে এফআইআর করতে হবে। একেবারে আইনজীবীর সাথে আলোচনা করে করতে হবে। যাতে কমান্ড জোন থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সকলকে ফাঁসানো যায়। সেইসঙ্গে আইসিকেও ফাঁসানো যায়।

এবার এই ফাঁস হওয়া অডিও টেপ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হলো যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফোন আলাপ ফাঁস করা হয়েছে, তাতে অন্যায় কিছু নেই। তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কে ট্যাপ করল? মমতা বন্দ্যোপাধ্যায় হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কার অনুমতি নিয়ে তাঁর ফোন ট্যাপ করা হয়েছে?

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু, এ প্রসঙ্গে বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, এ বিষয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলতে গিয়ে, ঘুরপথে ফাঁস হয়ে যাওয়া অডিও ক্লিপটির সত্যতা স্বীকার করে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ফলে নিজেরাই বাড়িয়েছে দলের অস্বস্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রাতে তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে যোগদান করেছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সাংসদ সুখেন্দু শেখর রায়। এ প্রসঙ্গে ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন যে, তাঁরা ধরে নিচ্ছেন এই অডিও ক্লিপটি ঠিক, কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীর ফোন কে ট্যাপ করেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তাতে সমস্যা কোথায়?

আবার, সুখেন্দু শেখর রায়কে বলতে শোনা গেছে যে, মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে কোনো অন্যায় নেই। শীতলকুচিতে গুলি চালাবার ঘটনার পর তিনি তাঁর দলের নেতাকে ফোন করেছিলেন। তখন উত্তেজনার বশে তিনি অনেক কথা বলতে পারেন। তাঁর অভিযোগ, কার অনুমতি নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের ফোন এভাবে ট্যাপ করা হচ্ছে?

প্রসঙ্গত, ফাঁস হয়ে যাওয়া এই অডিওটি সত্যতা এখনো অনেকেই যাচাই করতে পারেনি। প্রিয় বন্ধু মিডিয়ার পক্ষ থেকেও এই অডিওটির সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু সুখেন্দু শেখর রায় এ প্রসঙ্গে জানিয়েছেন যে, এই অডিওটি যখন তৃণমূল ভবনে চালানো হচ্ছে, তখন তাঁরা দায়িত্ব নিয়েই চালাচ্ছেন। অর্থাৎ ঘুরপথে এর সত্যতা স্বীকার করেই নিয়েছে তৃণমূল।

আবার অমিত মালব্য অভিযোগ করেছেন, ১০ বছর ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে একজন রয়েছেন, তাঁর মানসিকতা কতটা অপরাধপ্রবণ হলে, তিনি এমন কথা বলতে পারেন? এবার এই অডিও ক্লিপ বিষয়েই বিজেপিকে অভিযুক্ত করতে গিয়ে অগোচরে এই অডিও ক্লিপ এর সত্যতা স্বীকার করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই একাধিক বিশ্লেষকদের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!