এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, জলপাইগুড়ির পথ দুর্ঘটনাগ্রস্তদের জন্য বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

Breaking News, জলপাইগুড়ির পথ দুর্ঘটনাগ্রস্তদের জন্য বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল রাতে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে জলঢাকা সেতুর কাছে বিয়ে বাড়িতে যোগদান করতে যাওয়া তিনটি গাড়ির উপর উল্টে পড়ে পাথর বোঝাই একটি ট্রাক। পাথর বোঝাই ডাম্পারের তলে চাপা পড়ে তৎক্ষণাৎ প্রাণ হারান ১৪ জন মানুষ। যাদের মধ্যে ৪ জন শিশুও আছে। এর সঙ্গেই ১০ জন মানুষ গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁরা ভর্তি আছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এবার, দুর্ঘটনাগ্রস্ত হতভাগ্যদের জন্য বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ পুরুলিয়া জেলার বেলগুমা পুলিশ লাইনে একাধিক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকেই জলপাইগুড়ির দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের পরিবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন জলপাইগুড়ির ধুপগুড়িতে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে। অন্যদিকে দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের পরিবারের হাতে তুলে দেয়া হবে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য। এই দুর্ঘটনায় নাবালক, নাবালিকা যারা আহত হয়েছে, তাদেরকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেবে রাজ্য সরকার।

ধূপগুড়ির এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পেরেই টুইট করে শোক বার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন যে, ধুপগুড়ির এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দুর্ঘটনায় আহত মানুষদের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। জলপাইগুড়ির এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় টুইট করে শোক বার্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও এ ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!