এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছাপ্পা ভোটের অভিযোগ মমতার, জবাব দিলেন দিলীপ ঘোষ!

ছাপ্পা ভোটের অভিযোগ মমতার, জবাব দিলেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামের নির্বাচন নিয়ে প্রথম থেকেই আশঙ্কা বাড়তে শুরু করেছিল। তবে সকাল বেলা ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর সেভাবে অশান্তির খবর সামনে না আসায় নিশ্চিত ছিল সকলের। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বুথে গন্ডগোলের খবর সামনে আসতে শুরু করেছিল। কিছু সময় আগেই রেয়াপাড়ায় নিজের বাড়ি থেকে বেরিয়ে বয়ালের 7 নম্বর বুথে গিয়ে উপস্থিত হন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে 80 শতাংশ ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল তৈরি হয় রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল নেত্রী যখন এই অভিযোগ তুলে সরব হচ্ছেন, ঠিক তখনই তার জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে হেরে যাওয়ার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উত্তেজিত করছেন বলে অভিযোগ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অবাঞ্চিত যেন কেউ বুথে না ঢোকে, সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। কোনো অসুবিধা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তিনি হেরে যাচ্ছেন। তাই তিনি মানুষকে উত্তেজিত করছেন। তার অভিযোগের যুক্তি থাকলে নির্বাচন কমিশন অবশ্যই দেখবে। কিন্তু বাইরের লোক নিয়ে এসে ঝামেলা করা উচিত না। এত ছাপ্পা ভোট ওনার পার্টিও করতে পারবে না। এটা সম্পূর্ণ অবাস্তব কথা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পরে দিলীপ ঘোষ যেভাবে তাকে নস্যাৎ করে দিলেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। বিশ্লেষকরা বলছেন, এতদিন বিরোধীদের পক্ষ থেকে শাসকদল অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দেয় বলে অভিযোগ করা হত। কিন্তু এবার নন্দীগ্রামের ভোট ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই অভিযোগকে সম্পূর্ণরূপে খন্ডন করে পাল্টা যুক্তি দিয়ে দিলেন দিলীপ ঘোষ।

পর্যবেক্ষকরা বলছেন, দিলীপ ঘোষ এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিহীন অভিযোগ করছেন। আর সেই কারণেই তৃণমূল নেত্রী যে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন, তাকে সম্পূর্ণরূপে খন্ডন করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। উল্টে পরাজিত হওয়ার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উত্তেজিত করতে চাইছেন বলে অভিযোগ তুললেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!