এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চরম বিপদে উদয়ন গুহ, টের পাবেন লোকসভায়! হুশিয়ারি শুভেন্দুর!

চরম বিপদে উদয়ন গুহ, টের পাবেন লোকসভায়! হুশিয়ারি শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের মন্ত্রীরা চুরি করেও ন্যূনতম বিবেকবোধ এবং শিক্ষায় শিক্ষিত হতে পারছেন না। আসলে কথাতেই তো আছে, চোরের মায়ের বড় গলা। হয়ত সতীর্থ মন্ত্রীরা গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের বাকি মন্ত্রীরা ভাবছেন যে, বড় বড় কথা বলে নিজেদের ভাবমূর্তি তারা ঠিক করে নেবেন। কিন্তু এমন সব কথা তারা বলে ফেলছেন, যাতে জনমানসে তারা আরও প্রশ্নের মুখে পড়ে যাচ্ছেন। মানুষ মুখিয়ে আছে, বাকি মন্ত্রীদের জবাব দেওয়ার জন্য আগামী লোকসভায়। বিরোধীদের দাবি অবশ্য তেমনটাই। আর এসবের মাঝেই আপনারা সকলেই জানেন যে, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একেবারে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বাড়ি থেকে বের করে পেটানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন। মন্ত্রীর মুখ থেকে এই ধরনের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। আর এই পরিস্থিতিতে এবার সেই মন্তব্যের জন্য উদয়ন গুহকে পাল্টা জবাব দিয়ে বড় মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন উদয়ন গুহর মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চাঁচাছোলা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের মন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “এর আগে উনি অনেক বড় বড় কথা বলেছেন। তারপর লোকসভায় ওখানে নিশীথ প্রামানিক জিতেছে। বিধানসভায় উনি নিজে হেরেছেন। এই সমস্ত কথা যত বলবেন, ততই বিচ্ছিন্ন হয়ে যাবেন‌। আমি আপনাদের বলে রাখছি, আগামী লোকসভায় দিনহাটা থেকে বিজেপি প্রার্থী 30 হাজার ভোটে লিড পাবে।” একাংশ বলছেন, এতকিছুর পরেও কেন রাজ্যের মন্ত্রীদের শিক্ষা হচ্ছে না, এটাই তো বড় প্রশ্ন। কোথায় তারা নম্র হবে, ভদ্র হবে, মানুষের সঙ্গে ভালো করে মিশবে, কিন্তু সেরকম কোনো অভ্যাস তাদের মধ্যে দেখা যাচ্ছে না। বরঞ্চ আরও বেশি করে তারা দাম্ভিক, অহংকারী, গণতন্ত্র ধ্বংসকারী হিসেবে নিজেদের বাংলার মাটিতে প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আসলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় এসে গেলে হয়ত এই সমস্ত আচরণ শাসকের মধ্যে লক্ষ্য করা যায়। তাই উদয়নবাবুর মত নেতা-মন্ত্রীরা এমন কিছু মন্তব্য করছেন, যা আরও স্পষ্ট করে দিচ্ছে যে, আগামী দিন রাজ্য থেকে বিদায় নিতে চলেছে তৃণমূল। অন্তত তেমনটাই বলছেন সমালোচকরা।

বিজেপির দাবি, দলবদল করে আসা এই বিধায়ক মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছেন। কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ মুখিয়ে আছে, তাকে পরিত্যাগ করার জন্য। লোকসভাতেই তার ফল পেয়ে যাবেন উদয়নবাবু। শুধু উদয়ন বাবু কেন, তার দল আগামী লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য আসন পেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ বাংলার মানুষ তৃণমূলের কাছ থেকে পরিত্রাণ চাইছেন। এরা বিরোধীদের সামান্য সম্মানটুকু দিতে পারে না। ফলে অহংকারী শাসকের পতন অনিবার্য বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের দাবি, শুভেন্দু অধিকারী যখন বলে দিয়েছেন যে, দিনহাটা থেকে বিজেপি প্রার্থী লিড পাচ্ছে, তখন উদয়ন গুহ আর কয়েক মাসের মধ্যেই হাতেনাতে তার ফল পাবেন। এখন হয়ত বিজেপিকে কটাক্ষ করবেন। ভোট পরবর্তী হিংসার মত আবার তিনি এলাকায় সন্ত্রাস করবেন, ছড়ি ঘোরাবেন। কিন্তু লোকসভা? সেই সময় তো মানুষ শেষ কথা বলবে। আর যাই হোক, রাজ্য পুলিশ দিয়ে তো সন্ত্রাস করে ভোট করাতে পারবেন না তৃণমূলের এই ডাকাবুকো নেতা। তখন তো মানুষের জনমত প্রমাণ করে দেবে যে, তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষ নেই। তাই বিরোধী স্বরকে দমন করার জন্য হুমকি দিয়ে যে পাপ উদয়ন গুহ করছেন, তার ফল পাওয়ার জন্য তিনি তৈরি থাকুন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!