এখন পড়ছেন
হোম > রাজ্য > সিআইডির বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ, নতুন লড়াই ভারতী ঘোষের – জেনে নিন বিস্তারিত

সিআইডির বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ, নতুন লড়াই ভারতী ঘোষের – জেনে নিন বিস্তারিত


এবার  রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের চ্যালেঞ্জের মুখে সিআইডি। ভারতী দেবীর মাদুরদহের বাড়ি নির্মাণের অর্থ যে অসাধু পথে উপার্জিত নয় তা প্রমাণ করতে এই সম্পর্কিত একটি সরকারী নথিকে অস্ত্র করে আইনী লড়াই করতে চাইছেন তিনি। এই প্রসঙ্গে ভারতী দেবী  সিআইডি’কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বললেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে।

তাঁর কাছে এই সংক্রান্ত প্রয়োজনীয় নথি রয়েছে। যা তাঁকে নির্দোষ প্রমাণ করার জন্যে যথেষ্ট। অবশ্য সিআইডি ও চুপ করে নেই। ভারতী দেবীর কথার জবাবে সিআইডি-র ডিআইজি (অপারেশনস) নিশাত পারভেজ বললেন, ‘আগে উনি মামলা করুন। ওঁর হাতে কী প্রমাণ রয়েছে দেখা যাবে। কে, কী বলল এ সব নিয়ে ভাবি না।’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত মাদুরদহের একটি জমিকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত হয়। এদিন তাঁর গোপণ আস্তানা থেকে ভারতী দেবী এদিন দাবি করলেন ২০১০ সালের ৩০ অগস্টের সেই নথিতে মাদুরদহের ওই জমির মালিক হিসেবে তত্‍কালীন ডিএসপির নামে রয়েছে। উল্লেখ্য এই সময়ে ভারতী দেবী ঐ সময়ে ডেপুটেশনে রাষ্ট্রপুঞ্জের হয়ে সোমালিয়ায় কর্মরত ছিলেন। তাই তিলজলা থানা এলাকার ওই  জমিতে বাড়ি তৈরীর অনুমতির জন্যে তাঁর স্বামী এম এভি রাজুর নামেরও উল্লেখ রয়েছে। এবং জানা গিয়েছে ঐ সরকারি ‘অর্ডার’এ তৎকালীন রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি আর কে চট্টোপাধ্যায়ের সই ছিলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!