এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনার কারণে আরও বড় বিপর্যয় নেমে আসতে চলেছে মানব জীবনে? নতুন রোগের সম্ভাবনায় বাড়ছে আতঙ্ক

করোনার কারণে আরও বড় বিপর্যয় নেমে আসতে চলেছে মানব জীবনে? নতুন রোগের সম্ভাবনায় বাড়ছে আতঙ্ক


করোনা ভাইরাসের মতো মারণ রোগের শিকার হয়ে মৃত্যু মিছিলে সামিল গোটা বিশ্বের প্রায় প্রতিটি দেশ। কিন্তু যারা সুস্থ হয়ে উঠছেন তাদের মধ্যে দেখা দিচ্ছে নয়া সমস্যা। করোনার থাবা থেকে রেহাই পেলেও মানসিক রোগগ্রস্ত হচ্ছেন তারা। প্রসঙ্গত দ্য ল্যানসেট সাইকিয়াট্রি নামক একটি জার্নাল সূত্রে জানা গেছে করোনা আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার রোগীর উপর একটি গবেষণায় দেখা গেছে হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হওয়ার পরে ডিলিরিয়াম এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) মতো রোগের কবলে পড়েছে।

অন্যদিকে জানা গেছে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে একজনের এই ডিলিরিয়াম- এর মতো মানসিক রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে রোগীদের দীর্ঘকালীন মেয়াদে চিকিৎসা চলতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে জানিয়েছেন ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা এমনটাই সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞ মহলের একাংশ জানায় যে সমস্ত রোগীর শরীরে করোনা সংক্রমণের হার কম ছিল তাদের বাদ দিয়ে এই গবেষণার কাজ চালানো হয়। সেক্ষেত্রে যারা একটু বেশিদিন করোনার সাথে লড়ছেন মূলত তারা সুস্থ হয়ে ওঠার পরও ক্লান্তি, হতাশা এবং পোস্ট-ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) – এর মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। চিকিৎসকদের ধারণা অনুযায়ী তারা জানিয়েছেন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পরবর্তী ২ মাস থেকে ১ বছর পর্যন্ত রোগীরা এই সমস্যায় ভুগতে পারেন।

জানা গেছে করোনাকে হারানোর পর বহু মানুষ অ্যাকিউট রেসপেরটরি সিনড্রোম (এসএআরএস), এবং মিডিল ইস্ট রেসপেরটরি সিনড্রোম – এ দীর্ঘদিন যাবৎ ভুগছেন বলে জানিয়েছেন গবেষকরা। যদিও সূত্রের খবর অনুযায়ী জানা গেছে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার পর তাদের শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট কোনো ধারণা এখনও তৈরি করা যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!