বাড়লো ডিএ-ঘোষণা মন্ত্রীর, আঁধারে রাজ্যের কর্মীরা বাড়ছে ক্ষোভ জাতীয় রাজ্য October 9, 2019 পূজা মিটতে না মিটতেই রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীরা বড় সুখবর পেলেন আর অন্যদিকে পুজোর পরেও একগুচ্ছ হতাশা নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি মহলে। আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকার ঘোষণা করেন এবার সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মীদের 5 শতাংশ বাড়ানো হয়েছে এবং এটি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন সরকারের এই সিদ্ধান্তের জন্য প্রায় 50 লাখ সরকারি কর্মী এবং 62 লাখ পেনশন ভুক্তভোগীরা উপকৃত হবেন। 12% করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পেতেন এবং এই সিদ্ধান্তের জেরে এবার তা বেড়ে দাঁড়াল 17%। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত 16 হাজার কোটি টাকা খরচ হবে।পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানান কর্মীদের এটি দীপাবলীর উপহার সরকারের তরফ থেকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের খুশির হাওয়া বইলেও ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। তাদের দাবি ডিএ বাড়া তো দূরের কথা, তাদের প্রাপ্য টুকুও তো তারা পাচ্ছেন না। ফলে দিন দিন রাজ্য সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে বৈকি। এখন দেখার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মত রাজ্য সরকারি কর্মীদের কোন উপহার দেন কিনা? আপনার মতামত জানান -