এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলত্যাগ বিরোধী আইন নিয়ে মুখ খুললেন মুকুল, ‌ বিজেপিতে ভাঙ্গনের হুঁশিয়ারি!

দলত্যাগ বিরোধী আইন নিয়ে মুখ খুললেন মুকুল, ‌ বিজেপিতে ভাঙ্গনের হুঁশিয়ারি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের একসময়কার সতীর্থ মুকুল রায়। প্রায় চার বছর আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। 2021 এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করতে দেখা যায় তাকে। কিন্তু মুকুল দল পরিবর্তন করতে না করতেই দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খর্ব করার জন্য তৎপরতা গ্রহণ করেছেন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি মুকুল রায়কে তবে এবার অবশেষে মুখ খুলতে দেখা গেল তাকে। পাশাপাশি বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূল কংগ্রেসে আসতে পারেন বলে জল্পনা বাড়িয়ে দিলেন বঙ্গ রাজনীতির চাণক্য। অর্থাৎ দুই এক কথার মধ্যে দিয়ে মন্তব্য করলেও, মুকুল রায়ের বক্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূল মহাসচিব পার্থ রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান মুকুল রায়। সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে পার্থবাবুর। আর সেই কারণেই ছোটবেলার বন্ধু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া মুকুলবাবু। দীর্ঘক্ষন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে বর্তমানে শুভেন্দু অধিকারী যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন, তার ব্যাপারে প্রশ্ন করা হয় মুকুল রায়কে। আর সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুল রায় বলেন, “আইনে যা আছে, তাই হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে বিজেপির অনেক জনপ্রতিনিধি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লেখাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এদিন সেই ব্যাপারেও মন্তব্য করতে দেখা যায় মুকুল রায়কে। জল্পনা বাড়িয়ে তিনি বলেন, “অনেকেই রয়েছেন। কথা চলছে।” স্বাভাবিক ভাবেই ঠান্ডা মাথায় চলা মুকুল রায়ের মন্তব্য এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যজুড়ে।

অনেকে বলছেন, মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর কেন গেরুয়া শিবির ত্যাগ করলেন, সেই ব্যাপারে কিছুই বলেননি। শুধুমাত্র পরবর্তীতে তিনি লিখিত আকারে এর কারণ ব্যাখ্যা করবেন বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তার পক্ষ থেকে সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে মুকুল রায় শিবির পরিবর্তন করার পর থেকেই বিজেপিতে ভাঙ্গন ধরার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে মুকুলবাবুর বিধায়ক পদ খারিজ করার জন্য উঠেপড়ে লেগেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বিজেপিতে ভাঙ্গনের ব্যাপারে জল্পনা বাড়িয়ে দিয়ে দলত্যাগ বিরোধী আইন নিয়ে মন্তব্য করতে দেখা গেল কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। স্বভাবতই কি করবেন মুকুল রায়, তার পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!