এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা উদ্ধারে মাস্টারপ্ল্যান তৈরি করতে মহাবৈঠকের ডাক ফিরহাদ হাকিমের

কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা উদ্ধারে মাস্টারপ্ল্যান তৈরি করতে মহাবৈঠকের ডাক ফিরহাদ হাকিমের


 

লোকসভা নির্বাচনের ফলাফল দেখে বোঝা যাবে যে, পৌরসভাভিত্তিক অনেক জায়গাতেই তৃণমূলের হার তীব্র থেকে তীব্রতর হয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের অনেক মেয়াদউত্তীর্ণ পৌরসভার নির্বাচন ঘণ্টা বাজতে শুরু করেছে। নির্বাচন কমিশন কবে সেই নির্বাচনের তারিখ ঘোষণা করে, তার অপেক্ষায় রয়েছেন সকলেই। তবে এবার আগামী বছর রাজ্যের বেশিরভাগ পৌরসভার ভোটের আগে পুরসভার কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা বৈঠক ডাকলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, আগামী 5 নভেম্বর সায়েন্স সিটির উল্টোদিকে পিসি চন্দ্র গার্ডেনে রাজ্যের সমস্ত পৌরসভার চেয়ারম্যান এবং সমস্ত পুর নিগমের মেয়রদের নিয়ে এই বৈঠক ডেকেছেন পুরমন্ত্রী। কিন্তু ঠিক কী বিষয়ে আলোচনার জন্য সমস্ত পৌরসভার চেয়ারম্যান এবং মেয়রদের ডাকলেন ফিরহাদ হাকিম!

জানা যাচ্ছে, কেন্দ্রের পক্ষ থেকে মাঝেমধ্যেই রাজ্য সরকার ঠিকমতো কাজকর্ম করছে না বলে অভিযোগ করা হয়। তাই আগামী বছর পৌরসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন পৌরসভার বিভিন্ন প্রকল্প ধরে ধরে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের ঠিক কত টাকা বকেয়া রয়েছে, তার হিসেব করার জন্যই সকলকে ডাকা হয়েছে বলে মনে করছে একাংশ।

পাশাপাশি পৌরসভা নির্বাচনের আগেই রাজ্যের প্রতিটি পৌরসভা যাতে তাদের এলাকার আলো, রাস্তা এবং জঞ্জাল অপসারণের দিকে মনোযোগ দেয়, তার নির্দেশও এদিনের বৈঠক থেকে দেওয়া হবে বলে খবর।জানা গেছে, আগামী 5 নভেম্বর এই বৈঠকে রাজ্যের 125 টি পৌরসভা এবং পুর নিগমের চেয়ারম্যান এবং মেয়ররা উপস্থিত থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “5 নভেম্বর সব পৌরসভা এবং পুর নিগমকে ডাকা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্প চলছে, তাতে কত টাকা কেন্দ্র দিয়েছে, রাজ্য সরকার কত ম্যাচিং গ্র্যান্ট দিয়েছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর জন্য প্রতিটি পৌরসভাকে তাদের পুর এলাকায় কাজের অগ্রগতির রিপোর্ট নিয়ে আসতে হবে। পুরসভার কাজের গতি বাড়াতেই এই বৈঠক করা হচ্ছে।”

তবে পুরসভার কাজের অগ্রগতি বাড়ানো অপেক্ষা কেন্দ্র এতদিন ধরে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করে আসছিল যে, রাজ্য ঠিকমত কাজ করে না। সেই অভিযোগের জবাব দিতেও এদিনের বৈঠকে কেন্দ্র ঠিক কত টাকা দিয়েছে এবং কেন্দ্রের কাছে কত টাকা বকেয়া রয়েছে! তার হিসেব নিয়ে সেই কেন্দ্রের বিরুদ্ধে পৌরসভা নির্বাচনের আগে সুর চড়াতে চাইছে রাজ্য সরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!