এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জেলায় জেলায় কতটা প্রভাব ফেলবেন শুভেন্দু অনুগামীরা! জোর জল্পনা

জেলায় জেলায় কতটা প্রভাব ফেলবেন শুভেন্দু অনুগামীরা! জোর জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার সাথে সাথেই তৃণমূলের অনেক হেভিওয়েট জনপ্রতিনিধি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে শুভেন্দু অধিকারী যেদিন পদ্ম শিবিরের পতাকা নিজের হাতে তুলে নেন, সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন অনেক জেলার তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা। স্বাভাবিকভাবেই যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, তারা প্রত্যেকেই তার অনুগামী বলেই পরিচিত।

তাই বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর যে সমস্ত অনুগামীরা বিভিন্ন জেলায় বিজেপিতে যোগ দিলেন বা ভবিষ্যতে যোগ দেবেন, তারা কতটা প্রভাব ফেলতে পারবেন, এখন সেটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। পক্ষ থেকে দাবি করা হচ্ছে জাতির বিন্দুমাত্র গুরুত্ব নেই তারা দল বদল করতে শুরু করেছেন অর্থাৎ দলবদল কারী নেতাদের গেরুয়া শিবিরে যোগদান তৃণমূল কংগ্রেসের যে বিন্দুমাত্র অসুবিধে হবে না তা নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব।

আর এখানেই প্রশ্ন, যদি শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যোগ দেওয়া তার অনুগামীরা ঠিকমত প্রভাব ফেলতে না পারেন, তাহলে সেই সমস্ত নেতা বা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। কেননা শুভেন্দু অধিকারীর পক্ষে গোটা রাজ্যে সব সময় নজর রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে তার সাথে তার যে সমস্ত অনুগামীরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের চোখ দিয়েই তিনি সেই সমস্ত জেলার সংগঠন দেখবেন বলে মনে করা হচ্ছে। তাই তার সাথে বিজেপিতে নাম লেখানো নেতাদের নিজ নিজ জেলায় প্রভাব ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দাবি করছেন বিশ্লেষকরা।

এদিকে বিভিন্ন জেলায় তৃণমূল থেকে যে সমস্ত নেতা এবং হেভিওয়েট জনপ্রতিনিধিরা বিজেপিতে নাম লিখিয়েছেন, তাদের প্রত্যেককেই ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল বলে অভিযোগ উঠতে শুরু করেছে। যার ফলে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির দাবি, এই সমস্ত নেতারা তৃণমূলে গুরুত্ব না পাওয়ার কারণে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে নাম লিখিয়েছেন। আর তার ভয়েই এখন তৃণমূল কংগ্রেস সেই সমস্ত নেতাদের মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করতে চাইছে। তবে এতে লাভের লাভ কিছুই হবে না।তবে মিথ্যে মামলা সহ নানা প্রতিবন্ধকতা এখন তাদের সামনে আসলেও, বিজেপিতে যোগ দেওয়া এই সমস্ত নেতাদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে বিজেপির মত শৃঙ্খলা পরায়ন দলে তাদের ভালো পারফর্ম্যান্স না করলে যে বিন্দুমাত্র মূল্য থাকবে না, তা বলাই যায়। তাই এই পরিস্থিতিতে সেই সমস্ত দলবদলকারী নেতারা এখন কিছুটা হলেও চাপে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ, সামনের বিধানসভা নির্বাচন। যে নির্বাচনে বিজেপিকে সাফল্য পাইয়ে দিলেই শুভেন্দু অধিকারীর মান বজায় থাকবে। তাই শুভেন্দু অধিকারীর মান-সম্মান তার সাথে যোগ দেওয়া নেতাদের ওপর অনেকটাই নির্ভরশীল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে নিজের নতুন রাজনৈতিক ইনিংস শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই বিভিন্ন জেলা সফর করে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যাচ্ছে তাকে। তবে সেদিক থেকে তার সঙ্গে যারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, তাদের সেভাবে এখনও পর্যন্ত ময়দানে নামতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর অনুগামীদের রাজনৈতিক অবস্থান নিয়ে এখন তৈরি হয়েছে জল্পনা।

বিজেপিতে যোগ দিলেও যদি তারা এখন থেকেই সক্রিয় ভূমিকা পালন না করেন, তাহলে বিজেপির মত সাংগঠনিক দলে তারা কিভাবে দাগ কাটবেন, তা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে আসা নেতাদের পারফরম্যান্স এখন চর্চার বিষয় বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে এককালের ছোট মূলের দাপটের সঙ্গে রাজনীতি করা সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই সমস্ত নেতারা গেরুয়া শিবিরে কিভাবে তাদের কার্যকলাপ শুরু করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!