এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক বিস্ফোরক ভিডিওতে দলের অন্দরেই ঝড় তুলে দিলেন মহুয়া মৈত্র! অস্বস্তি তীব্র ঘাসফুল শিবিরে

এক বিস্ফোরক ভিডিওতে দলের অন্দরেই ঝড় তুলে দিলেন মহুয়া মৈত্র! অস্বস্তি তীব্র ঘাসফুল শিবিরে


তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন তিনি। আর এবার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া মৈত্রই প্রবলভাবে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন। যেখানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তৃণমূল পরিচালিত বিভিন্ন পঞ্চায়েতের কাজের ব্যর্থতার অভিযোগ তুললেন তিনি। যা বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল, ঠিক তেমনই শাসক দলের কোন্দলকেও প্রকাশ্যে নিয়ে আসল বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করে মহুয়া মৈত্র বলেন, “ডিসেম্বরের মধ্যে 60% টাকা খরচ করার নিয়ম। কোনো পঞ্চায়েত সেটা করতে পারেনি। এই বিপুল টাকা পরিকল্পনামাফিক খরচ করলে গ্রামীণ এলাকায় একটি কাঁচা রাস্তাও থাকার কথা নয়।” আর দলের হাতে থাকা বিভিন্ন পঞ্চায়েত সম্পর্কে মহুয়া মৈত্র এই মন্তব্য করে এখন তৃণমূলকেই যে প্রবল অস্বস্তিতে ফেলে দিলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই মহুয়া মৈত্রের এই বক্তব্যে তার বিরোধী গোষ্ঠির নেতা সহ তার অনুগামীরা বিভ্রান্তিতে পড়েছেন।

জেলার নেত্রী হয়ে কেন মহুয়া দেবী দলের পঞ্চায়েতের বিরুদ্ধেই এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ। এদিন এই প্রসঙ্গে নদীয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় গলাতেও শোনা গেছে ক্ষোভের সুর। এদিন তিনি বলেন, “মহুয়া মৈত্র এলাকার সাংসদ। কোনো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তাঁর অভিযোগ থাকতেই পারে। তিনি নিজেই পঞ্চায়েতের সঙ্গে বসতে পারতেন। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন। দল বিষয়টিকে ভালোভাবে দেখছে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজীববাবু স্পষ্ট জানিয়ে দেন, “এভাবে ভিডিও বার্তা দিয়ে তিনি কি প্রমাণ করতে চাইলেন, বুঝতে পারছি না। সমস্যার সমাধান না করে তিনি কি নিজের প্রচার করতে চাইলেন?” এদিকে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন এই প্রসঙ্গে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন, “আমরা তো প্রথম থেকে বলে আসছি পঞ্চায়েত পরিচালনায় রাজ্য সরকার ব্যর্থ। মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়াদেবীর বক্তব্য সেই ব্যর্থতাকেই প্রমাণ করে।”

একইভাবে এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এস এম সাদি বলেন, “মহুয়া সব জানেন। পঞ্চায়েতে ভোট লুট করে জিতে আসা এই প্রধান, সদস্যরাই তাকে জিতিয়েছে। এখন মানুষ যখন তৃণমূলের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তখন নিজেকে বাঁচাতেই তিনি এইসব বলছেন।” আর মহুয়া মৈত্রের ভিডিও বার্তা নিয়ে এখন বিরোধীদের পক্ষ থেকে যেভাবে তৃণমূলকে কটাক্ষ্য করা হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস নদীয়া জেলায় অনেকটাই চাপে পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পাশাপাশি মহুয়া মৈত্র দলের পঞ্চায়েতের বিরুদ্ধে যেভাবে সরব হলেন, তাতে তৃণমূল তার বিরুদ্ধে কোনো কড়া মনোভাব পোষণ করা হয় কিনা, তার দিকেও নজর থাকবে সকলের। কেননা বর্তমান সময়ে এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তাই এই পরিস্থিতিতে দলের বিরম্বনা বাড়িয়ে দিয়ে যেভাবে পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী এবং তার পরিপ্রেক্ষিতে সরব হলেন ঘাসফুল শিবিরের নেতারা, তাতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূল কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!