এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতাকে আক্রমণ করতেই শুভেন্দুকে তুলোধোনা, শোরগোল ফেলে দিলেন হেভিওয়েট মন্ত্রী!

মমতাকে আক্রমণ করতেই শুভেন্দুকে তুলোধোনা, শোরগোল ফেলে দিলেন হেভিওয়েট মন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতেই তাকে কটাক্ষ করতে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বারবার সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে বক্তব্য দেওয়ার পাশাপাশি একজন মুখ্যমন্ত্রী, যিনি পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে কটাক্ষ করতে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিজেপির বিধায়ককে। প্রতিটি সময় পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ঘটনা কার্যত নজির বলেও মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপের মুখে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

তবে এবার শুভেন্দু অধিকারীর সেই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে পাল্টা তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে বর্তমান পরিস্থিতিতে উপনির্বাচন করাতে বিজেপির এত ভয় কিসের, সেই ব্যাপারে প্রশ্ন ছুড়ে দিতে দেখা গেল রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে। প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরেও, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয়মাসের মধ্যে সংবিধানের নিয়ম অনুযায়ী তাকে অন্য কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে।

সেদিক থেকে এখনও পর্যন্ত শুন্য হয়ে যাওয়া রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। আর এখানেই বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল কংগ্রেস। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো যায় এবং উপনির্বাচন যাতে পিছিয়ে দেওয়া যায়, তার জন্য বিজেপি পরিকল্পনা করছে বলে দাবি করছে শাসক দল।

আর এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে “নন এমএলএ মুখ্যমন্ত্রী” বলে কটাক্ষ করা হচ্ছে, তখন পাল্টা জবাব দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, “উপনির্বাচনে কেন এত ভয় পাচ্ছেন? হিম্মত থাকলে ভোটের ময়দানে আসুন। ভোটের ফলাফলে আমরা এর জবাব দিয়ে দেব। বাংলায় বিজেপির কোনো স্থান নেই। উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করব। বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, মূলত প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে ঘরে-বাইরে চাপে রাখাই এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী প্রতি সময়ে সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে মন্তব্য করছেন। পাশাপাশি একজন মুখ্যমন্ত্রী তাকে পরাজিত করা সত্ত্বেও, তিনি কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। যার জেরে ব্যাপক চাপের মুখে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে কেন উপনির্বাচন হচ্ছে না, সেই প্রশ্ন তুলে পাল্টা শুভেন্দু অধিকারীকে চাপের মুখে ফেলে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাভাবিকভাবেই শাসক-বিরোধী দুই দলের দুই হেভিওয়েট নেতার তরজা যে বঙ্গ রাজনীতিতে জমজমাট হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ফিরহাদ হাকিমের এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!