এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতার নেতৃত্বে এটাই শেষ নির্বাচন” কমিশনের দরজায় দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর!

“মমতার নেতৃত্বে এটাই শেষ নির্বাচন” কমিশনের দরজায় দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে আবার মৃত্যু মিছিল দেখেছে রাজ্য। রাজ্য সরকার, শাসক দলের নেতা এবং নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলেছিল। কিন্তু দিনের শেষে প্রমাণ হয়ে গিয়েছে, এই রাজ্যে বর্তমানে যে নির্বাচনই হোক না কেন, তা প্রহসনে পরিণত হবে। সুষ্ঠ নির্বাচনী ব্যবস্থার জন্য আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেই বাহিনীকে কাজে লাগানো হলো কই! তবে সব কিছুরই একটা শেষ রয়েছে। তাই এবার পঞ্চায়েত ভোট শেষে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানোর পর এই পঞ্চায়েত নির্বাচনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষ নির্বাচন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হতেই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচাছোলা ভাষায় রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে আক্রমণ করেন তিনি। আর তারপরেই শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পঞ্চায়েত নির্বাচনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া শেষ নির্বাচন বলেও দাবি করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে, হঠাৎ করে কেন শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বললেন, তা নিয়ে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারীর এই যুক্তি একদম সঠিক। কেননা এই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঠিক মত নির্বাচন না হওয়ার কারণে অনেক জায়গাতেই অশান্তি হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে। নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলেও অভিযোগ করছে বিরোধীরা। তবে এরপর রয়েছে দেশের লোকসভা নির্বাচন। যা কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে এবং তারপর 2026 সালে রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তাই সেই সমস্ত নির্বাচনে সন্ত্রাস এবং ছাপ্পা হওয়ার প্রবণতা নেই বলেই মনে করে বিজেপি। সেদিক থেকে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাই শেষ নির্বাচন বলে বুঝিয়ে দিতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!