এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মামলায় ভয় পায় না বিজেপি, নিজের গড়ে আন্দোলনে গর্জে উঠলেন শুভেন্দু!

মামলায় ভয় পায় না বিজেপি, নিজের গড়ে আন্দোলনে গর্জে উঠলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছেন যে, তার কাছে পুলিশ প্রশাসন আছে, সুতরাং তিনি যা খুশি তাই করতে পারেন। বিরোধীদেরকে ভয় দেখাতে পারেন, যারা বিরোধীদের হয়ে রাজনীতি করবে, লড়াই করবে, আন্দোলন করবে, তাদের মিথ্যা কেস দিয়ে ঘরে ঢুকিয়ে দিতে পারেন। কিন্তু একসময় তিনি হয়ত বিরোধী দল শক্তিশালী না থাকার জন্য এসব করেছেন, বা এখনও করার চেষ্টা করছেন। কিন্তু এখন একজন বিরোধী দলনেতা রয়েছেন। যার নাম শুভেন্দু অধিকারী। মিথ্যা মামলা করলে যে শাসকদলকেও ছেড়ে কথা বলা হবে না এবং সেই মিথ্যা মামলার বিরুদ্ধে যে আদালত পর্যন্ত যাওয়া হবে, তা প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছেন এই রাজ্যের বিরোধী দলনেতা। ফলে পুলিশকে দিয়ে সব জায়গায় মাতব্বরি করার আগে দু’বার ভাবতে হচ্ছে এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরেও এইরকম কাজ করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আজ শুভেন্দু অধিকারী যা করলেন, তারপর যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, তাহলে আর পুলিশ দিয়ে ভয় দেখানোর কাজ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। আজ পুলিশি ষড়যন্ত্রের বিরুদ্ধে একেবারে সাত সকালে তুলকালাম বাধিয়ে দিয়েছেন এই রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর কাছে খবর আসছিল যে, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাই আজ সেখানে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে পুলিশির অত্যাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও একবার গর্জে উঠেছেন শুভেন্দু অধিকারী। এলাকার মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করেছেন যে, এইভাবে যেন কেউ ভয় না পায়। এই পুলিশের শেষ যে তিনি দেখে ছাড়বেন, সেটাও স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা। অনেকে বলছেন, পুলিশ সরে গেলে তৃণমূলের আর করার মত কিছু থাকবে না। এটা সকলেই জানে। কিন্তু পুলিশি ষড়যন্ত্র, পুলিশের অত্যাচার থেকে এই রাজ্য সরকার সরে আসবে না। কারণ তাদের এই দলদাস পুলিশই একমাত্র সম্বল। তবে এতদিন এই বিষয়ে আন্দোলন করার মত বিরোধী নেতা ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই এই বিষয়ে রাজ্যকে টাইট দিয়ে আসছেন। আজকেও ভূপতিনগরে তিনি আন্দোলন কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে একটা আশ্বাস বাণী পৌঁছে দিতে সমর্থ হয়েছেন। পাশাপাশি এই ফ্যাসিস্ট পুলিশের অত্যাচারের বিরুদ্ধেও তার লড়াই যে থেমে থাকবে না, সেটাও স্পষ্ট করেছেন।

বিজেপির দাবি, মানুষের হয়ে যদি কেউ কথা বলতে পারেন, তাহলে তিনি শুভেন্দু অধিকারী। যেভাবে বিরোধীরা আক্রান্ত, যেভাবে পুলিশ দিয়ে সব জায়গায় বিরোধীদের ভয় দেখানো হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই এবং আন্দোলনের নতুন রাস্তা দেখাচ্ছেন শুভেন্দুবাবু। এই ফ্যাসিস্ট শাসক ভেবেছিল, পুলিশ দিয়েই সবকিছু তারা নিজেদের দখলে রাখবে। কিন্তু সেই সময় শেষ হয়ে এসেছে। গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্রের জোর যে অনেকটাই বেশি, এবার সেটা তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে বোঝানো হবে। পুলিশের যে ষড়যন্ত্র এবং অত্যাচার মানুষ প্রত্যক্ষ করছে, আগামী দিনে ভোটবাক্সে তার জবাব পাবে তৃণমূল বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, আর কত মামলা দিয়ে বিরোধীদের চুপ করিয়ে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন? মানুষ যদি কোনো সরকারের পাশে না থাকে, তাহলে হাজারও মামলা দিয়েও লাভের লাভ কিছু হবে না। এটা অন্তত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত। কিন্তু তিনি বুঝতে পারছেন না বলেই সব জায়গায় পুলিশ দিয়ে বিরোধী কণ্ঠস্বরকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু পাল্টা মানুষের যে রাগ এবং সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে যেভাবে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর লড়াইয়ে আস্থা রাখছেন, তাতে কিন্তু আখেরে জনপ্রিয়তা বাড়ছে বিজেপিরই। পুলিশ দিয়ে শাসন করার যে প্রবণতা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৈরি করেছেন, তার জন্য তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!