এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার গোয়া সফরের আগেই কোথাও তাঁর ছবিতে ফেলা হলো কালি, কোথাও ছিঁড়ে টুকরো টুকরো, কাঠগড়ায় বিজেপি

মমতার গোয়া সফরের আগেই কোথাও তাঁর ছবিতে ফেলা হলো কালি, কোথাও ছিঁড়ে টুকরো টুকরো, কাঠগড়ায় বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বৃহস্পতিবার গোয়া সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে গোয়ার বিভিন্ন স্থানে তৃণমূলের পক্ষ থেকে পোস্টার-ব্যানার, ফ্লেক্স ও হোডিং টানানো হয়েছে। কিন্তু আজ সকালে দেখা যাচ্ছে যে, বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর ছবিতে কালি ফেলে দেয়া হয়েছে, কোথাও আবার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টার ও হোডিং। এই ঘটনায় সরাসরি বিজেপিকে অভিযুক্ত করেছে তৃণমূল। তবে, তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ এক টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এরপর তৃণমূলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, যখন একজন মহিলার জন্য গোয়ার মানুষ অপেক্ষা করছেন, সেই সময়ে তাঁকে হেয় করতে সস্তার কৌশল অবলম্বন করেছে গোয়ার বিজেপি সরকার। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই এই ঘটনা ঘটানো হয়েছে বলে, অভিযোগ করেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সদ্য তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো অভিযোগ করেছেন যে, গোয়াতে আগে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। বিজেপি এতটাই ভয় পেয়েছে যে, তৃণমূল নেত্রীর ছবি দেওয়া পোস্টার, ফ্লেক্স তারা ছিড়ে ফেলছে। এর মাধ্যমে ক্ষতি করা হচ্ছে গোয়ার বাসিন্দাদেরই, অভিযোগ করেছেন তিনি।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গোয়াতে তৃণমূলের বাড়বাড়ন্ত রুখে দিতেই বিজেপির পক্ষ থেকে গতকাল এক গোপন বৈঠক করা হয়েছিল। আর সেই বৈঠকে স্থির হয় যে, তৃণমূলের পোস্টার-ব্যানার ছিড়ে দেয়া হবে। এরপর রাতের অন্ধকারে কোথাও পোস্টারে কালি দেওয়া হয়েছে, কোথাও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

এ প্রসঙ্গে বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায় জানিয়েছেন যে, গোয়াতে নতুন করে ভোর আনতে চায় তৃণমূল। আর তাতে বাধা দেয়া হচ্ছে, যা গোয়ার বাসিন্দারা কখনোই মেনে নেবেন না। এই ঘটনার বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ হবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!