এখন পড়ছেন
হোম > রাজনীতি > মিম আর তৃণমূল যোগ নিয়ে বিস্ফোরক আব্বাস, রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন

মিম আর তৃণমূল যোগ নিয়ে বিস্ফোরক আব্বাস, রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা হলেন আব্বাস সিদ্দিকী। একুশের বিধানসভা নির্বাচনে এই আব্বাস সিদ্দিকী ভাগ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। সেই সূত্রে তিনি আসাদউদ্দিন ওয়েইসির মিম এর সঙ্গে বৈঠকও করেন। খুব শীঘ্রই হয়তো তিনি দল ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিমকে বরাবরই রাজ্যের তৃণমূল শিবিরের পক্ষ থেকে বিজেপির বি টিম বলে অভিহিত করা হয়। শুধু তৃণমূল নয়, দেশের সমস্ত বিরোধীরাই এই কথা বলে থাকেন। অন্যদিকে আবার আব্বাস সিদ্দিকীকে সমর্থন জানিয়েছেন রাজ্যের গেরুয়া সভাপতি দিলীপ ঘোষ।

আর তাই এবার আব্বাস সিদ্দিকীও মিমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন। যা একুশের আগে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার আব্বাস সিদ্দিকীও দাবি করলেন, আসলে মিম হল তৃণমূল শিবিরের কাছের। নন্দীগ্রামের সময় থেকেই মিম এবং তৃণমূল একসাথে কাজ করছে। এদিন সংখ্যালঘুদের একটি সম্মেলনে যোগ দিয়ে আব্বাস সিদ্দিকী জানান, মিমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি তাঁর মতামত জানানোর জন্য কিছুটা সময় নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, তাহলে তাঁর পক্ষে কিন্তু মন্তব্য রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ শুধু আব্বাস সিদ্দিকীকেই নয়, পাশাপাশি সমর্থন জানিয়েছেন মিমকেও। যথারীতি এর ফলে তৃণমূল শিবিরের যে দাবি অর্থাৎ বিজেপির সাথে মিম যোগ তা যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্যে। আব্বাস সিদ্দিকী এদিন জানিয়েছেন, রাজ্যের অন্তত 50 টি আসনে তাঁরা জয়লাভ করতে পারবেন। আত্মবিশ্বাসী আব্বাসকে বলতে শোনা গেছে, ফুরফুরা শরীফেই আব্বাসের অনুগামী প্রায় আড়াই কোটি মানুষ।

তাঁদের মধ্যে 70% মানুষই আব্বাস সিদ্দিকীকে সমর্থন জানান বলে তিনি দাবি করেছেন। যথারীতি রাজ্যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিম হাত মেলালে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাংকে যে ব্যাপক চির ধরবে সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা। অন্যদিকে, ভোট কাটাকাটিতে গেরুয়া শিবিরের ব্যাপক সুবিধা করে দেবে সে কথা বলাই বাহুল্য। আর দিলীপ ঘোষ, আব্বাস এবং মিমকে সমর্থন দিয়ে সেই ইঙ্গিতকে আরও পাকাপোক্ত করেছেন। আর তাই মিম আর আব্বাসকে আটকানোর জন্য উঠেপড়ে লেগেছে রাজ্যের শাসক দল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!