এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর মতো হাইপ্রোফাইলের নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছেনা নির্বাচন কমিশন

মুখ্যমন্ত্রীর মতো হাইপ্রোফাইলের নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছেনা নির্বাচন কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হওয়া দুর্ঘটনার কারণে উত্তাল হয়ে উঠেছে রাজ্য। পাশাপাশি প্রশ্ন উঠেছে, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে। একইসাথে নির্বাচন কমিশনের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ঘাসফুল শিবিরের প্রায় প্রত্যেকেই অভিযোগ করেছেন নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিকল্পনামাফিক আঘাত করা হয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ঘটনার ভিডিও প্রকাশ করার জন্য কমিশনের কাছে দরবার করা হয়েছে। ফলস্বরূপ মনে করা হচ্ছে, চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন।

মুখ্যমন্ত্রীর সাথে নন্দীগ্রামে যেদিন দুর্ঘটনা ঘটলো তার আগের দিন রাজ্য পুলিশের ডিজিকে পরিবর্তন করে দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে। সেক্ষেত্রে অভিযোগ উঠছে নিরাপত্তায় ফাঁক থাকার। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক চলে নির্বাচন কমিশনের অফিসে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা সামনে আসা মাত্রই তড়িঘড়ি রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে এদিন বৈঠকে বসেন নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রীতিমতো কড়া বার্তা দেওয়া হয় প্রত্যেকটি জেলা প্রশাসকদের। নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনমতেই আপস করা যাবেনা। নিরাপত্তা বাড়াতে বাড়তি যা যা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে রাজ্যে ইতিমধ্যে এসেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক। এরা দুজনেই শুক্রবার পশ্চিম মেদিনীপুরে নন্দীগ্রাম যাবেন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে। আর সেখানেই তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই নন্দীগ্রামের দুর্ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য প্রশাসনের কাছে। আগামীকাল শুক্রবার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে রাজ্যে আগামীকাল আসছে আরও কয়েক দফা কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে যে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তীব্র চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রামের দুর্ঘটনা আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে বড় ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে। পাশাপাশি দেখার নির্বাচন কমিশন এই ঘটনার পেছনে অন্য কোন্‌ নতুন তথ্য তুলে আনে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!