এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাম না করে বিজেপি সহ অমিত শাহকে বড়সড় আক্রমণ মমতার

নাম না করে বিজেপি সহ অমিত শাহকে বড়সড় আক্রমণ মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ ছাড়িয়েছে ৫০ হাজারেরও বেশি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুহারও। তবে দেশের যে সমস্ত রাজ্যগুলো এক্ষেত্রে উদ্বেগ বাড়াচ্ছে হলে জানা গেছে, তাদের মধ্যে যে পশ্চিমবঙ্গ রয়েছে সে কথা এতদিনে সকলেরই জানা। এমন পরিস্থিতিতে রাজ্যের দুর্গাপুজো কালীপুজো নিয়ে রাজ্যকে দেখা গিয়েছে একাধিক পদক্ষেপ নিতে।

এমন পরিস্থিতিতে কোর্টের রায়ে দুর্গাপূজার সময় মানুষকে প্যান্ডেলে এসে ভিড় জমান থেকে রোধ করা গিয়েছিল। ফলে রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে খানিকটা স্বস্তি পেয়েছিল চিকিৎসক থেকে প্রশাসন। তবে এরপরে ফের কালীপুজো জগদ্ধাত্রী পুজো নিয়ে কড়া হতে দেখা গেছে প্রশাসনকে।

সেখানে আতশবাজির প্রয়োগ থেকে শুরু করে প্যান্ডেলে ভিড় জমানো এমনকি শোভাযাত্রা সবকিছুর ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। সেখানে প্যান্ডেলে প্রতিমার মাথায় আচ্ছাদন থাকলেও চারপাশটা খোলামেলা হবে বলেই জানা গেছে সরকারি তরফে। সেইসঙ্গে প্যান্ডেলগুলোতে মানুষের জন্য করোনা সতর্কতা পালন করা এবং মাস্ক বিতরণ এমনকি সাধারণ মানুষের উদ্দেশ্যও এই একই নিয়মগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে বারবার।

অন্যদিকে বিধানসভা ভোটের আগে একদিকে বিরোধীরা যেরকম রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছেন না, তেমনি সেই সঙ্গে তৃণমূলের জন্য ফাঁড়া হিসেবে নতুন করে যোগ হয়েছে অমিত শাহের বঙ্গ সফর। অনেকের মতে, বস্তুত আজ বাঁকুড়া থেকে মমতা সরকারের মৃত্যু বাণীই শুনিয়েছেন তিনি। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একাধিক কটাক্ষবাণে বিদ্ধ করতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে নাম না করে বিজেপিকে আক্রমণ করতেও দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকের একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এমনই অভিযোগ করতে দেখা গেছে। বস্তুত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়েই তিনি এমন কথা বলেছেন। একদিকে যেমন তাঁকে বলতে শোনা গেছে রাজ্যে সুস্থতার হার নিয়ে তিনি খুশি হলেও সংক্রমণের হার তাঁর উদ্বেগ বাড়াচ্ছে।

সে কথা জানানোর সঙ্গে সঙ্গে রাজ্যে সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন হওয়ায় পুজো কমিটি এবং ক্লাব কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসবের মাঝখানে নাম না করে তাঁর উক্তি বিসর্জনের সময় ইচ্ছে করে কোথাও কোথাও শোভাযাত্রা করা হচ্ছে। আর তাদের জন্যই রাজ্যে করোনা ছড়াচ্ছে বলেই মনে করেছেন তিনি।

সেইসঙ্গে মহামারী আইন ভাঙছে একটি রাজনৈতিক দল বলেও কটাক্ষ করেন তিনি। বস্তুত এই “একটি রাজনৈতিক দল” বলতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়া অন্য কোন কাউকে বোঝাতে চাননি সে কথাই মনে করছেন রাজনৈতিকরা। আর যেখানে এখনও বঙ্গে অমিত শাহের সফরের আরো একটা দিন বাকি রয়েছে, সেখানে রাজ্যে এই দুই বিরোধীদলের তরফ থেকে এমন আরো অনেক মন্তব্য ভবিষ্যতে শোনা যাবে বলেও মনে করেছেন অনেক কূটনৈতিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!