এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ফের কি দলের দায়িত্ব পাচ্ছেন রাহুল গান্ধী! জোর জল্পনা

ফের কি দলের দায়িত্ব পাচ্ছেন রাহুল গান্ধী! জোর জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোনদিনই কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব গান্ধী পরিবারের বাইরে যায়নি। গান্ধী পরিবারের চৌহদ্দির মধ্যেই সেই সভাপতি ঘোরাফেরা করত। দীর্ঘদিন এই পদ সামলেছিলেন সোনিয়া গান্ধী। তবে শারীরিক অসুস্থতার জন্য পুত্র রাহুল গান্ধীর কাঁধে অনেকদিন আগেই এই দায়িত্ব দিয়েছিলেন তিনি।

কিন্তু গত লোকসভা নির্বাচনে কংগ্রেস ব্যাপকভাবে পর্যুদস্ত হওয়ার পর সেই রাহুল গান্ধী পদ থেকে সরে আসার কথা জানিয়ে দেন। আর এরপরই ফের কংগ্রেসের শীর্ষে বসতে হয় সোনিয়া গান্ধীকে। তবে বয়সের ভার যেহেতু বাড়ছে, সেহেতু রাহুল গান্ধী কংগ্রেসের দায়িত্ব নিন, এমন দাবি অনেকদিন ধরেই কংগ্রেসের অন্দরমহলে ঘোরাফেরা করছিল। আর এবার ফের কংগ্রেসের অলিন্দে এই জল্পনা তৈরি হতে শুরু করেছে।

সূত্রের খবর, শনিবার সোনিয়া গান্ধী দলের সাংসদদের সঙ্গে একটি বৈঠক করেন। আর সেখানেই উঠে আসে রাহুল গান্ধীর নাম। বৈঠকে অনেকেই প্রস্তাব দেন যে, এবার রাহুল গান্ধীর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হোক। জানা যায়, প্রথম সোনিয়া গান্ধীর কাছে এই প্রস্তাবটি দিয়েছিলেন কেরলের কংগ্রেস সাংসদ কে সুরেশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই একে একে নানা কংগ্রেস নেতারা সেই প্রস্তাবে সমর্থন জানাতে শুরু করেন। যার মধ্যে ছিলেন অ্যান্টো অ্যান্থনি, মনিক্কম টেগোর, গৌরব গগৈ, আব্দুল খালেক, মহম্মদ জাভেদ, সপ্তগিরি শংকর উলাকার মত নেতারা। আর সোনিয়া গান্ধীর কাছে রাহুল গান্ধীকে সভাপতি করার ব্যাপারে বিভিন্ন নেতা এবং সাংসদরা দাবি জানানোয়, এবার তাহলে কি আবার দলের শীর্ষে বসতে চলেছেন রাহুল গান্ধী!

এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। একাংশ বলছেন, সোনিয়া গান্ধী যে বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠকে দলে কাকে সভাপতি করা হবে, তা নিয়ে কোনো আলোচনার কথা ছিল না। মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কী করে চীন সহ অন্যান্য বিষয়ে নিজেদের কৌশল ঠিক করা যাবে, তা নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল‌। কিন্তু সেই বৈঠকেই দলের সাংগঠনিক বিষয়ে একাধিক সাংসদ আলোচনা করায় রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে।

তবে সাংসদদের পক্ষ থেকে রাহুল গান্ধীকে সভাপতি করার ব্যাপারে দাবি জানানো হলেও, আদৌ রাহুল গান্ধী এই ব্যাপারে রাজি হবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তবে যদি এভাবেই গান্ধী পরিবারের মধ্যে একবার সোনিয়া গান্ধী আর একবার রাহুল গান্ধীর মধ্যে সভাপতি পদ ঘোরাফেরা করে, তাহলে কংগ্রেসের গঠনতন্ত্র নিয়ে সমালোচক মহলের তরফে প্রশ্ন তোলা হতে পারে।

পাশাপাশি বিরোধীদলগুলোও কংগ্রেসকে কটাক্ষ করতে পারে যে, কংগ্রেস পরিবারতান্ত্রিক দল। গান্ধী পরিবারের বাইরে তারা কোনমতেই বেরোতে পারে না। সেদিক থেকে কংগ্রেস সাংসদরা রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি জানালেও, শেষ পর্যন্ত সোনিয়া গান্ধী এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!