এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজীবকে নিয়ে কী ভাবিত নয় বিজেপি? জল্পনা বাড়িয়ে একি বললেন শমীক?

রাজীবকে নিয়ে কী ভাবিত নয় বিজেপি? জল্পনা বাড়িয়ে একি বললেন শমীক?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো চাটার্ড ফ্লাইট করে সদলবলে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে 2021 সালে বিজেপির পক্ষ থেকে তাকে প্রার্থী করা হলেও, তিনি জয়লাভ করতে পারেননি। অন্যদিকে তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হতে না হতেই বিজেপির সঙ্গে দূরত্ব বৃদ্ধি করতে শুরু করেন এই রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে গিয়ে তার সাক্ষাতকে কেন্দ্র করে জল্পনা আরও বাড়তে শুরু করে। সেভাবে বিজেপির কোনো কর্মসূচিতে দেখতে পাওয়া যায় না রাজীববাবুকে।

যার ফলে মনে করা হয়েছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় হয়ত বা বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করে তার পুরনো দলের ঘনিষ্ঠ হতে চাইছেন। আর এই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বৈঠক করেন রাজীববাবু বলে দাবি একাংশের। যার জেরে মনে করা হচ্ছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। গোটা বিশ্বের মধ্যে দিয়ে হেভিওয়েট এই বিজেপি নেতা বুঝিয়ে দিলেন, তারা কোনোভাবেই এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

সূত্রের খবর, এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা তৈরি করতেই বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি যখন পার্টি অফিস থেকে বেরিয়ে দেখা করতে গিয়েছিলেন, বুকে বিজেপির প্ল্যাকার্ড নিয়ে যাননি। আমি এই বিষয়ে কোনো কথা বলতেই আগ্রহী নই। শুধু এটুকু বলতে পারি, আমাদের পার্টির যেটুকু সিলেবাস আছে, সেখানে ওই চ্যাপ্টারটাই নেই।” আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তাতে কিছুটা হলেও বিজেপি চাপের মুখে পড়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে বিজেপির অনেক নেতা বেসুরো হতে শুরু করেছেন। তাই সেদিক থেকে যদি রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পথে আরও দু এক পা বাড়িয়ে দেন, তাহলে তা বিজেপির কাছে আরও অস্বস্তিকর হয়ে দাঁড়াবে। তাই এই পরিস্থিতিতে গোটা বিষয়ে সাবধানী মন্তব্য করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন শমীক ভট্টাচার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তৈরি হতেই তা নিয়ে নানা মহলে শোরগোল পড়ে যায়। এক্ষেত্রে তৃণমূলের একাংশ দাবি করেন, যে ব্যক্তি বিধানসভা নির্বাচনের আগে দলকে বিপাকে ফেলে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাকে কোনোমতেই দলে গ্রহণ করা ঠিক হবে না। স্বভাবতই এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানানো হয়নি। কিন্তু তার মাঝেই সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!