এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাজ্যে ভ্যাকসিনের অভাব মেটাতে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রের, বরাদ্দের অধিক ভ্যাকসিন এবার রাজ্যে

রাজ্যে ভ্যাকসিনের অভাব মেটাতে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রের, বরাদ্দের অধিক ভ্যাকসিন এবার রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে, তবে উঁকি মারছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এ কারণে টিকাকরণের ওপর বিশেষ গুরুত্ব দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু উপযুক্ত পরিমাণে ভ্যাকসিনের অভাবে বারবার থমকে যাচ্ছে টিকাকরণ কর্মসূচি। যার ফলে সাধারণ মানুষকে টিকা নিতে গিয়ে অত্যন্ত হয়রানির শিকার হতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও অনেক সময় মিলছে না টিকা। টিকা নিয়ে বারবার দরবার করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একাধিকবার চিঠি দিতে দেখা গেছে কেন্দ্রকে। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যে টিকার পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার অতিরিক্ত টিকা পাঠানো হল কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে। আগামী মাসেও রাজ্যকে প্রচুর ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হলো।

প্রসঙ্গত, চলতি মাসে রাজ্যকে ৭০ লক্ষ ডোজ ভ্যাকসিন পাঠানোর ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। অভিযোগ উঠেছিল, সময়মতো এই ভ্যাকসিন রাজ্যের হাতে এসে পৌঁছয় নি। এ কারণে অত্যন্ত অভাব দেখা দিয়েছে ভ্যাকসিনের। তবে এবার রাজ্যকে ৭০ লক্ষ ডোজের পরিবর্তে ৭৮ লক্ষ ডোজ ভ্যাকসিন পাঠাল কেন্দ্রীয় সরকার। চলতি মাসেই এই অতিরিক্ত ভ্যাকসিন পাঠানো হলো। যার মধ্যে সাড়ে ৬ লক্ষ কোভিশিল্ড, দের লক্ষ কোভ্যাকসিন রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, আগামী মাসে রাজ্যে আসতে চলেছে ৯ লক্ষ ডোজ কোভ্যাকসিন, ৬৪ লক্ষ ডোজ কোভিশিল্ড, রাজ্যে মোট ৭৩ লক্ষ ডোজ ভ্যাকসিন আসবে সামনের মাসে। এরফলে ভ্যাকসিনের অভাব দূর হবে বলে, মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে জনৈক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে, জুলাই মাসে যে পরিমাণ ভ্যাকসিন রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছিল। তার থেকে রাজ্যে সাড়ে ৬ লক্ষ কোভিশিল্ড ও দেড় লক্ষ কোভ্যাকসিন এসেছে।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমনের সংখ্যা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। ১৪ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৮২২ জন। ৯৮.০৭ শতাংশ রয়েছে রাজ্যে সুস্থতার হার। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন দেশের ৪৪ হাজার ২৩০ জন, মৃত্যু হয়েছে মোট ৫৫৫ জনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!