এখন পড়ছেন
হোম > জাতীয় > সংক্রমনে লাগাম পড়তেই রেল নিয়ে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রের, এবার ফিরতে চলেছে পুরোনো ছন্দে

সংক্রমনে লাগাম পড়তেই রেল নিয়ে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রের, এবার ফিরতে চলেছে পুরোনো ছন্দে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর দেশজুড়ে লকডাউন জারির সময় দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ ছিল। এরপর আনলক শুরু হলে অল্প অল্প করে রেল পরিষেবা শুরু হয়। প্রথমে শুধুমাত্র দূরপাল্লার ট্রেন গুলি চালানো হয়েছিল। এরপর শুরু হয় স্বল্প দূরত্বের কিছু ট্রেনের পরিষেবা। কিন্তু দূরপাল্লা হোক বা স্বল্প দূরত্বের ট্রেন, সমস্ত ট্রেন চালানো হয় বিশেষ ট্রেন হিসেবে। সেইসঙ্গে এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয় ট্রেন ভাড়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দূরপাল্লার ট্রেন বা স্বল্প দূরত্বের ট্রেনের ভাড়া বৃদ্ধির যুক্তি হিসেবে জানানো হয়, রেল ভ্রমণ থেকে মানুষকে নিরুৎসাহ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। স্পেশাল ট্রেনের ভাড়া পূর্বের তুলনায় ৩০ শতাংশ বাড়ানো হয়। ট্রেন গুলির নাম ও নম্বর বদলে দিয়ে সেগুলোকে বিশেষ ট্রেন হিসেবে চালানো হয়। কিন্তু রেল ভাড়া বৃদ্ধির ফলে মানুষের মধ্যে ক্রমাগত জমছিল অসন্তোষের পারদ।

এবার, দেশজুড়ে করোনা সংক্রমণ কমে আসায় বিশেষ ট্রেন এর পরিবর্তে আবার পুরনো নাম ও পুরনো নম্বর ব্যবহার করেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। সেইসাথে ট্রেনের ভাড়াও কমিয়ে দেয়া হবে বলে, জানানো হলো। করোনা সংক্রমণ শুরু হবার আগে যেমন ভাড়া ছিল, সেই ভাড়াই আবার কার্যকরী করা হবে। রেলের এই সিদ্ধান্ততে যথেষ্ট আনন্দিত আমজনতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!