এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরকারি অর্থ অপচয় নিয়ে রনংদেহী মমতা, দিলেন বড় হুঁশিয়ারি!

সরকারি অর্থ অপচয় নিয়ে রনংদেহী মমতা, দিলেন বড় হুঁশিয়ারি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সরকারি অর্থ অপচয় নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে যাতে টাকা ঠিকমতো খরচ হয়, তার জন্য সকলকে বার্তা দিয়েছেন তিনি। এমনকি অনেক ক্ষেত্রে টাকার অপচয় নিয়ে সরব হতে দেখা গেছে তাকে। বর্তমানে একদিকে করোনা ভাইরাস সামাল দেওয়া এবং অন্যদিকে দুর্যোগ সামাল দিতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে রাজ্য সরকার।

বারবার সাংবাদিক বৈঠক থেকে কিভাবে এত টাকা দিয়ে সমস্ত কিছু করা হচ্ছে, তা ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রচুর টাকা দেওয়া সত্ত্বেও কি কাজ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। যেখানে গঙ্গা পরিষ্কার করার কথা বলে সব টাকা জলের নামে জলে চলে যাচ্ছে বলে সরব হতে দেখা গেল বাংলার প্রশাসনিক প্রধানকে।

সূত্রের খবর, সোমবার নবান্নের সভাগৃহে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বাঁধ মেরামতির কথা বলে তিনি বলেন, “আমাদের কিছু বাঁধ আছে। আমাদের সঙ্গে কথা না বলে যেন জল ছাড়া না হয়। সেদিকটা মাথায় রাখতে হবে। এখনও কিছু ক্ষতিগ্রস্ত ব্লক আছে। যেখানে ক্যুইক রেসপন্স টিম এবং ত্রাণশিবিরের খোঁজ রাখতে হবে। অনেক গবাদিপশু নষ্ট হয়েছে। গঙ্গা পরিষ্কার রাখতে হবে। টাকা দেওয়া হচ্ছে। কিন্তু কি কাজ হচ্ছে? টাকা কোথায় গেল? সব টাকা জলের নামে জলে চলে যাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার পরেও যে কাজের কাজ কিছু হচ্ছে না, তা কার্যত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মুখ্যমন্ত্রী এভাবে ক্ষোভ উগরে দেওয়ার ফলে যে যথেষ্ট চাপে পড়ে গেলেন প্রশাসনের আধিকারিকরা, তা বলার অপেক্ষা রাখে না। পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে ঠিকমত অর্থ দিয়ে সাহায্য করা হচ্ছে না বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও রাজ্য নিজের মতো করে ত্রান দেওয়া থেকে শুরু করে করোনা ভাইরাস রোধ করা, সমস্ত কাজে প্রয়োজনীয় অর্থ দিয়ে সকলকে সাহায্য করছে বলে জানিয়েছেন তিনি।

আর এই পরিস্থিতিতে এবার অর্থ দেওয়ার পরেও কেন কাজ হচ্ছে না সেই ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বাঁধ মেরামতি করা থেকে শুরু করে নতুন ব্রিজ তৈরি করা, বছর বছর দুর্যোগ হলেই কেন নিত্যনতুন ব্রীজগুলো ভেঙে যাচ্ছে, তা নিয়ে কিছুদিন আগেই প্রশ্ন তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এবার অর্থ অপচয় নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দিয়ে শোরগোল ফেলে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!