এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বিস্ফোরক শুভেন্দু! জেনে নিন

তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বিস্ফোরক শুভেন্দু! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুরের অঘোষিত সম্রাট ছিলেন তিনি। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস সমস্যার সম্মুখীন হয়েছে, সেখানে সংগঠন পুনরুদ্ধার থেকে শুরু করে বিরোধী দলের ঘর ভাঙ্গার কাজ করতেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দু অধিকারী গত বছর ডিসেম্বর মাসের 19 তারিখে বিজেপিতে যোগদান করার পরেই রীতিমত তৃণমূলের মধ্যে কিছুটা হলেও ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে।

শুভেন্দুবাবুর মত হেভিওয়েট এবং প্রথম সারির নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গেরুয়া শিবিরে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেস যে এখন যথেষ্ট চাপে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রতিটি সভা থেকে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে এই শুভেন্দু অধিকারীকে। তবে যে পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের একাধিক জেলায় অনেক নেতাকে তৃণমূল কংগ্রেসের থাকার সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে যাওয়ায় সেই সমস্ত তৃণমূল নেতারা তাকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছেন।

স্বাভাবিক ভাবেই তার হাত দিয়ে তৈরি হওয়া সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে কার্যত বিস্ফোরক মন্তব্য করে হুঁশিয়ারি দিলেন সেই শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন পিছাবনীতে বিজেপির পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত হন শুভেন্দু অধিকারী। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের যে সমস্ত নেতারা তাকে আক্রমণ করছেন, তাদের পাল্টা হুঁশিয়ারি দেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “পাঁচ পয়সার লিডার, যাদের হাতেখড়ি দিয়েছিলাম। কেউ বিজেপির কর্মসূচিতে গেলে আজ তারা হুমকি দিচ্ছে। প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে। এসব বরদাস্ত করা হবে না।” অর্থাৎ শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন নিজের প্রাক্তন দলের নেতাদের কটাক্ষ করলেন, ঠিক তেমনই বুঝিয়ে দিলেন, তার হাত দিয়ে অনেকেই তৈরি হয়েছেন।তাই এখন তিনি বিরোধী শিবিরে নাম লেখানোর পর তারা তাকে আক্রমণ করতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এইরকম যদি চলতে থাকে, তাহলে তিনি যে চুপ করে বসে থাকবেন না, তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, বিজেপিতে নাম লেখানোর পর প্রতিটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের অন্যান্য নেতারা এখন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি পরে লড়বেন। আগে বুথের তৃণমূল কর্মীদের সঙ্গে লড়ে জয়লাভ করুন শুভেন্দু অধিকারী।

আর এই পরিস্থিতিতে অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আজ দলীয় কর্মী সভা থেকে সেই সমস্ত তৃণমূল নেতাদের অনেককেই তিনি তৈরি করেছেন‌, আর এখন তারা তাকে আক্রমণ করছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দুবাবু। যার ফলে সেই সমস্ত তৃণমূল নেতারা যথেষ্ট চাপে পড়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে রীতিমত শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে জমে উঠেছে রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!