এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনে হারের সাথে সাথে গেরুয়া শিবিরে আবার সাংগঠনিক বদলের আভাস, জল্পনা তুঙ্গে

উপনির্বাচনে হারের সাথে সাথে গেরুয়া শিবিরে আবার সাংগঠনিক বদলের আভাস, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। একাধিক বিধায়ক তো চলে গেছেনই, এমনকি আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় পর্যন্ত তৃণমূলে চলে গিয়েছেন। বাবুল সুপ্রিয় তৃণমূলে যাবার পর রাজ্য বিজেপি শিবিরে বড় পরিবর্তন হয়। মেয়াদ শেষ হবার আগেই সরিয়ে দেওয়া হয় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়েছিল উপনির্বাচনের আগে গেরুয়া শিবিরের হাল ধরার জন্য। কিন্তু দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদার এক্ষেত্রে পুরোপুরি নিষ্ফল হয়েছেন। একুশের বিধানসভা নির্বাচন, পরপর দুই দফার উপনির্বাচনে গেরুয়া শিবির মুখ থুবরে পড়েছে এই রাজ্যে। কার্যত গেরুয়া শিবিরের সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি ছয় মাস আগে যে কেন্দ্র অর্থাৎ দিনহাটা এবং শান্তিপুরে বিজেপি জয় পেয়েছিল, সেই দুই কেন্দ্রে এবার উপনির্বাচনে তৃণমূল বড় ব্যবধানে জয় পেয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি শান্তিপুর ছাড়া বাকি 3 কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত পর্যন্ত জব্দ হয়েছে। উপনির্বাচনে 4 কেন্দ্রে ভরাডুবির পর শোনা যাচ্ছে, রাজ্য বিজেপিতে আরো একবার বড়োসড়ো সাংগঠনিক রদবদল হতে চলেছে। সূত্রের খবর, রাজ্য বিজেপিতে এবার সংঘ পরিবারের আধিক্য বাড়বে। রাজ্য বিজেপিতে সভাপতি পদের পর সবথেকে গুরুত্বপূর্ণ পদ হল সাধারণ সম্পাদক। বর্তমানে এই জায়গায় রয়েছেন অমিতাভ চক্রবর্তী। তিনি একজন সঙ্ঘ সদস্য ও প্রচারক। তবে এবার আরও দুজন সহকারী নিয়োগ করা হবে অমিতাভ চক্রবর্তীর।

যারা সংঘ প্রতিনিধি হিসেবে থাকবেন। কার্যত উপনির্বাচনের পরে গেরুয়া শিবির সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে সামনে আসছে পুর নির্বাচন। গেরুয়া শিবির আও একবার লড়াইতে নামার জোরদার প্রস্তুতি নিতে চলেছে বলে খবর। অতএব পুর নির্বাচনের আগে এই সাংগঠনিক সিদ্ধান্ত গেরুয়া শিবিরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কিনা, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!