এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার রাজনীতির আয়ারাম-গয়ারামেরা মানুষের মনে কি আর কখনো ঠাঁই পাবেন? পায়ের তলায় কি ফিরে পাবেন মাটি? উঠে আসছে নানা প্রশ্ন

বাংলার রাজনীতির আয়ারাম-গয়ারামেরা মানুষের মনে কি আর কখনো ঠাঁই পাবেন? পায়ের তলায় কি ফিরে পাবেন মাটি? উঠে আসছে নানা প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূলে যেভাবে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছিল, এখন সেই পরিস্থিতি দেখা দিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিতে। ভোটের আগে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে এসেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠতে শুরু করেছেন। অনেকেই তৃণমূলে যাবার মনস্থ করেছেন। হয়তো, তৃণমূল তাঁদের এই ইচ্ছে পূরণও করবে। আবার তাঁদের স্থান হবে ঘাসফুল শিবিরে। কিন্তু প্রশ্ন ওঠে, বারবার দলবদল করা রাজনীতির আয়ারাম-গয়ারামেরা কি আদৌ স্থান পাবেন মানুষের মনে? আবার কি ফিরে যেতে পারবেন রাজনীতির মূল স্রোতে? এই প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল না হলেও নিজেদের ভিতকে যে অনেকটা শক্ত করে নিতে পেরেছে বিজেপি, তা অস্বীকার করার কোন উপায় নেই। ৩ থেকে ৭৭ এ পৌঁছানো, ভোটের হার ৪০ শতাংশের কাছাকাছি নিয়ে যাওয়াকে, কখনোই খাটো করে দেখা উচিত নয়। আগামী দিনে রাজ্যে বিজেপির রাজনৈতিক ভবিষ্যত নেই, এমন কথাও ভাবা উচিত নয়। তবে প্রশ্ন ওঠে, বিজেপিতে যোগ দেওয়া আয়ারাম-গয়ারাম গোছের নেতা নেত্রীরা, কেন তৃণমূলে ফিরে যাবার চেষ্টা করছেন? যদি তৃণমূলেই যাবেন, তবে বিজেপিতে কেন যোগদান তাঁরা করেছিলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, বিজেপিকে ভালোবেসে এরা মোটেই দলে আসেন নি। বরং নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এসেছিলেন। অনেকে মনে করেছিলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে। তাই আগে থেকেই নিজেদের খুঁটি মজবুত করার পরিকল্পনা ছিল তাঁদের। বিজেপির আদর্শের প্রতি তাঁদের বিন্দুমাত্র শ্রদ্ধা, ভালোবাসা ছিল না। এই ধরণের নেতাদের দলে নিয়ে, দল যে আদৌ ঠিক কাজ করেনি, সেটা হয়তো বুঝতে পারছে দল।

আবার, অনেকে বিশেষ কারণেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। যার মধ্যে অন্যতম হলো সুবিধা কম পাওয়া, নির্বাচনের টিকিট না পাওয়া ইত্যাদি। তৃণমূলকে একটা বড়সড় ধাক্কা দেয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বিজেপি ক্ষমতায় না আসাতে সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এবার নিজেদের স্বার্থেই আবার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তাঁরা। হয়তো তৃণমূল এদের গ্রহণও করবে। কিন্তু প্রশ্ন ওঠে, মানুষের মনে কি এরা আদৌ আর জায়গা পাবেন? মানুষ কি এদের আর বিশ্বাস করবেন?

রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, বিজেপির আদর্শ, নীতিকে ভালবেসে যারা এসেছিলেন, তাঁরা কখনোই বিজেপি ছাড়বেন না। বিজেপিতে থেকেই তাঁরা নিজেদের রাজনৈতিক লড়াই জারি রাখবেন। কিন্তু যারা নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে দলে এসেছেন, তাঁরাই ফের দলবদলের চেষ্টায় রত। বিধানসভা নির্বাচনের আগে পুরনো দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এসেছিলেন তাঁরা বিজেপিতে।

এবার বিজেপির পরাজয়ের পর অল্প দিনের মধ্যেই দলের প্রতি মোহ ভঙ্গ হতে শুরু করেছে। তবে অনেকেই বলতে শুরু করেছেন, করে খাবার উদ্দেশ্যেই বিজেপিতে এসেছিলেন তাঁরা, এবার করে খেতেই তৃণমূলে চলে যেতে চান। তবে, মানুষের মনে আদৌ কোন দিন এরা জায়গা পাবেন কিনা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!