এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের অক্সিজেনের ঘাটতি সামাল দিতে এবার আসরে নেমেছেন বায়ুসেনার জওয়ানরা, কাজ করছে তাঁদের বিমান

দেশের অক্সিজেনের ঘাটতি সামাল দিতে এবার আসরে নেমেছেন বায়ুসেনার জওয়ানরা, কাজ করছে তাঁদের বিমান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে অক্সিজেনের মারাত্মক আকাল। এই অবস্থায় অক্সিজেনের যোগান দিতে এবং করোনা রোগীদের পাশে দাঁড়াতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন অনেকেই। তবে নজির গড়লেন বায়ুসেনার জওয়ানরা। দেশের কঠিন সময়ে তাঁরা দেশের জন্য লড়াই চালাচ্ছেন প্রাণপণ। বায়ুসেনার বিমানে কোথাও ওষুধ পৌঁছে যাচ্ছে, আবার কোথাও চিকিৎসা সামগ্রী পৌঁছে যাচ্ছে বায়ুসেনার বিমানে।

আর এবার বাংলার মাটি ছুঁলো বায়ুসেনার বিমান। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে দেশের সরকার। অক্সিজেন চাহিদা মাত্রাছাড়া আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে অক্সিজেন সিলিন্ডারসহ একাধিক চিকিৎসা সরঞ্জাম এদেশে আসছে। আর সেই কাজে বায়ুসেনা সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে করোনা চিকিৎসা সংক্রান্ত সামগ্রী পৌঁছে দিতে বায়ুসেনার জওয়ানরা ক্রমাগত তাঁদের কর্তব্য পালন করে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

26 এপ্রিল ৬টি ফাঁকা ক্রায়োজনিক অক্সিজেন কন্টেনার নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার এয়ারক্রাফট। পানাগর বিমানবন্দরে সোয়া সাতটা নাগাদ বায়ুসেনার বিমান অবতরণ করে। আজ সকালেও ব্যাংকক থেকে চারটে খালি অক্সিজেন কন্টেনার এসে পৌঁছেছে এ রাজ্যে। আর এই কন্টেনারের মাধ্যমে অক্সিজেন বিভিন্ন হাসপাতালে পৌঁছানো হবে বলে জানা গিয়েছে। দেশের অভ্যন্তরেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে বেড়াচ্ছে বায়ুসেনার বিমান। কখনো বড়দা থেকে রাঁচি, কখনো পুনে থেকে জামনগর।

আবার কখনো জয়পুর থেকে জামনগর হয়ে হিন্দান থেকে পানাগড়ে পৌঁছে যাচ্ছে বায়ুসেনার বিমান। আর সেই বিমানে পৌঁছচ্ছে একাধিক অক্সিজেন সরবরাহকারী বিরাট বিরাট কন্টেনার। স্বাভাবিকভাবেই সেনা জওয়ানদের এই কাজকে স্যালুট জানাচ্ছেন গোটা দেশ। বিপদ থেকে বাঁচাতে যেভাবে সীমান্তে লড়াই চালান সেনা জওয়ানরা, ঠিক সেভাবে দেশের অভ্যন্তরীণ বিপদেও তাঁরা ঝাঁপিয়ে পড়েছে। আপাতত বায়ুসেনাদের সাহায্যের ফলে অক্সিজেন সমস্যার বেশ কিছুটা সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!