এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার তীব্র কটাক্ষ সত্ত্বেও কি বাংলায় চালু হতে চলেছে মোদীর স্বপ্নের প্রকল্প? বাড়ছে জল্পনা

মমতার তীব্র কটাক্ষ সত্ত্বেও কি বাংলায় চালু হতে চলেছে মোদীর স্বপ্নের প্রকল্প? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরও একবার এক দেশ এক রেশন কার্ডের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রথম থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিপক্ষে তার মতামত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গোটা ঘটনাকে “লাল-নীল-সবুজ কার্ড” বলে কটাক্ষ করেছেন তিনি। তবে কেন্দ্রের পক্ষ থেকে এবার আশা করা হচ্ছে যে, আগামী বছরের পয়লা জানুয়ারি থেকেই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে নিজেদের অন্তর্ভুক্ত করবে।

জানা গেছে, কেন্দ্রের পক্ষ থেকে এই এক দেশ রেশন কার্ড প্রকল্প চালু করা হলে তাতে নিজেদের অন্তর্ভুক্তিকরণের জন্য রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ এবং বায়োমেট্রিকের মাধ্যমে চিহ্নিত করার মত কাজ রয়েছে। যা পশ্চিমবঙ্গে অনেকটাই হয়ে গিয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের 96% রেশন দোকানে ইলেকট্রনিক্স যন্ত্র গিয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হচ্ছে। ফলে এই প্রকল্পে পশ্চিমবঙ্গের যুক্ত হতে কোনো সমস্যাই হবে না বলে জানাচ্ছে কেন্দ্রীয় সরকার।

আর এতেই জল্পনা সৃষ্টি হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে তেমন ভাবে কিছু না বললেও, যেভাবে কেন্দ্রের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গ এতে যোগ দেবে, তাতে সত্যিই কি কেন্দ্রের এই এক দেশ এক রেশন কার্ডের সঙ্গে নিজেদের শামিল করবে পশ্চিমবঙ্গ? জানা গেছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বুধবার ফের সমস্ত রাজ্যকে এই প্রকল্পে দ্রুত যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন। তবে তা সত্ত্বেও কেন্দ্র আশা প্রকাশ করছে, বাংলা এই প্রকল্পে যোগ দেবে। তবে এই কার্ডের মাধ্যমে কি এমন বাড়তি সুবিধা পাওয়া যাবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রের এক প্রশাসনিক কর্তা বলেন, “মেদিনীপুরের মনোজ মাহাতো তার পরিবারকে গ্রামে রেখে মুম্বইতে কাজ করতে গেলে সেখানেই তার বেশিরভাগ রেশন তুলে নিতে পারবেন।” অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকেই এই এক দেশ এক কার্ড ব্যবস্থা চালু হলে মানুষ যে কোনো জায়গা থেকেই তাদের কার্ড দেখিয়ে রেশন তুলে নিতে পারবেন বলে জানা যাচ্ছে। কিন্তু সত্যিই কি রাজ্য সরকার এই প্রকল্পে যোগ দেবে?

এদিন এই প্রসঙ্গে রাজ্যের এক প্রশাসনিক কর্তা বলেন, “মোদি সরকারের ডাকে সাড়া দিয়ে এক দেশ এক রেশন কার্ডে যোগ দেওয়ার পুরোটাই শীর্ষ স্তরের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে প্রকল্প চালু করতে সমস্যা নেই।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও কেন্দ্রের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প আনা হয়েছিল‌।

কিন্তু রাজ্য সরকার তা রাজ্যে লাগু করেনি‌। ফলে এবার “এক দেশ এক রেশন কার্ডের” মত কেন্দ্রে আনা প্রকল্পে যদি রাজ্য সরকার যুক্ত না হয়, তাহলে রাজ্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই মোদি সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই প্রকল্পে যুক্ত হতে পারে বাংলার সরকার বলে মনে করছে একাংশ। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!