এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “নন্দীগ্রামের মানুষের কাছে মমতার ক্ষমা চাওয়া উচিত” বিস্ফোরক লকেট!

“নন্দীগ্রামের মানুষের কাছে মমতার ক্ষমা চাওয়া উচিত” বিস্ফোরক লকেট!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একটি ধর্মীয় অনুষ্ঠানের পাশ দিয়ে আসার সময় মানুষের সঙ্গে নমস্কার করেন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় হঠাৎ করেই জনতার ভিড়ে তার গাড়িতে ধাক্কা লাগে। আর গাড়ির দরজা লেগে যাওয়ার সাথে সাথেই পায়ে আঘাত লাগে তৃণমূল নেত্রীর। আর এর পরেই এই ঘটনাকে সামনে রেখে ষড়যন্ত্রের অভিযোগ এনে সোচ্চার হতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

রাজ্যজুড়ে আন্দোলনে নামতে শুরু করে শাসক দল। তবে প্রত্যক্ষদর্শীরা অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছেন, কোনোরকম হামলা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে আজ কমিশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করা হলে এই বিষয়কে সামনে রেখে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার নন্দীগ্রামের ঘটনার ভিডিও ফুটেজ সহ কমিশনের কাছে দ্বিতীয় রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। নির্বাচন কমিশন সূত্রের খবর, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের গাফিলতিতেই এই ঘটনা হয়েছে। স্বাভাবিক ভাবেই এতদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছিল, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে তা খারিজ হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এর ফলে বিরোধীরা যে তাদের হাতে নতুন অস্ত্র পেয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না‌। তাই নির্বাচন কমিশনের এই অবস্থানের খবর পেয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে দাবি করলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, “মিথ্যা কথা বলে নন্দীগ্রামবাসীকে উনি অপমান করেছেন। অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর।”

প্রসঙ্গত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার পরই এই বিষয়কে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যাকে কেন্দ্র করে নির্বাচনের মরসুমে জমে উঠেছে লড়াই। যদিও বা প্রথম থেকেই সেই ঘটনাটি অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। এমনকি নন্দীগ্রামের মানুষদের মুখেও শোনা গিয়েছিল এই ঘটনার সঙ্গে রাজনীতি বা হামলার কোনো যোগ নেই।

আর এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই একই কথা বলার পরে রীতিমত পেয়ে গেল বিরোধীরা। যার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করে রীতিমত তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!