এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর খাসতালুকে দুর্নীতিতে অপসৃত নেত্রীকে পুনরায় পদ দিতে দিনভর নাটক! সরগরম ঘাসফুল শিবির!

শুভেন্দুর খাসতালুকে দুর্নীতিতে অপসৃত নেত্রীকে পুনরায় পদ দিতে দিনভর নাটক! সরগরম ঘাসফুল শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতেও এত নাটক সত্যি কল্পনা করা যায় না। মঙ্গলবার নন্দীগ্রামের কেন্দাবাড়ি-জালপাই পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটল, তাকে নাটক ছাড়া আর অন্য কিছু সম্বোধনে ভূষিত করা যায় না বললেই চলে।বস্তুত, ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণ নিয়ে বিতর্কের জেরে দু মাস আগে নিজের পদ থেকে অপসারিত হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান মানসুরা বেগম। কিন্তু এদিন আবার তাকেই নির্বাচিত করল তৃণমূল কংগ্রেস। তবে এমনটা হল কেন? দুর্নীতির জন্য পদ থেকে অপসারিত প্রধানকে কেন আবার নির্বাচিত করতে হল?

জানা গেছে, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন প্রধান হিসেবে সাকিনা খাতুনের নাম সুপারিশ করা হয়েছিল। কিন্তু নিজের নাম ঘোষণা হতেই সাকিনা দাবি জানিয়ে দেন, তিনি প্রধান হতে চান না। প্রধান পদে যোগ্য প্রার্থী মানসুরা বেগম। এদিকে এই ঘটনায় গোটা সভা কক্ষ রীতিমতো হতবাক হয়ে যায়। আর তারপরেই সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ফের প্রধান হিসেবে নির্বাচিত হন মানসুরা বেগম।

যাকে কেন্দ্র করে এবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তৃণমূলের অন্দরমহলে। তৃণমূলের পক্ষ থেকে সাকিনা দেবীকে প্রধান করার উদ্যোগ নেওয়া হলেও যেভাবে তিনি প্রকাশ্যে মানসুরা বেগম প্রকৃত প্রধানের যোগ্য বলে জানিয়ে দিলেন, তাতে রীতিমত অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস? অনেকে বলছেন, আসলে গোটা ব্যাপারটা পূর্বপরিকল্পিত ছিল। তৃণমূল প্রকাশ্যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বলে জানালেও, এদিন এই ঘটনার মধ্য দিয়ে তারা নাটক করল বলেই দাবি করছে বিরোধীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন সকাল এগারোটার সময় দলের পক্ষ থেকে মুখ বন্ধ খাম নিয়ে সভা কক্ষে যান তৃণমূল নেতা শেখ খুসনবি। আর এর কিছুটা দূরে অনুগামীদের নিয়ে মানসুরা বেগমের স্বামী তথা নন্দীগ্রাম ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য শেখ সাহাবুদ্দিন দাঁড়িয়েছিলেন। একাংশের অভিযোগ, ওই তৃণমূল নেতাই এই চিত্রনাট্য রচনা করেন। পঞ্চায়েতের প্রধান নির্বাচনের সময় শেখ মনসুবি সাকিনা খাতুনের নাম প্রস্তাব করলে সাকিনা দেবী প্রধান পদে সেই মানসুরা বেগমের নাম প্রস্তাব করেন। আর তারপরেই সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তা মেনে নেন।

কিন্তু তাহলে সমস্যাটা সমস্যা তো সমস্যাতেই থেকে গেল! যে তৃণমূল দুর্নীতির জন্য প্রধান পদ থেকে মানসুরা বেগমকে সরিয়ে দিয়েছিল, সেই মানসুরা বেগম আবার প্রধান হওয়ায় তো দুর্নীতি প্রশ্রয় পেল? এদিন এই প্রসঙ্গে নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল সভাপতি মেঘনাথ পাল বলেন, “দলের পক্ষ থেকে সাকিনা খাতুনের নাম প্রধান পদে ঠিক করা হয়েছিল। শেখ শাহাবুদ্দিন তাকে ভয় দেখিয়ে নিজের স্ত্রীকে প্রধান করেছেন। এই অবস্থায় বুধবার আমরা কোর কমিটির বৈঠক ডেকেছি।” যদিও বা তিনি এই ব্যাপারে কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি বলে জানিয়ে দিয়েছেন শেখ শাহাবুদ্দিন। তবে তৃণমূলের পক্ষ থেকে কোর কমিটির বৈঠক ডেকে এই অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা বা প্রধান পদে আবার দায়িত্ব নেওয়া মানসুরা বেগমকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তৃণমূল নেতৃত্ব কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!